পাঠাওয়ে বাইক চালাতে গিয়ে নামাজ কাজা হলে কী করব? | আপনার জিজ্ঞাসা |পর্ব ২২৫৫
■ জীবনে চলার পথে আমরা অসচেতনতা ও শয়তানের অনুসরণের কারণে মানুষের গীবত করে ফেলি। অনেক সময় ভুলেও যাই কার কার গীবত করেছি। কিন্তু চেতনাবোধ ফিরে পেলে গীবত থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করি। নিজেকে পাপ থেকে দূরে রাখতে আমাদের করণীয় কী? গীবত থেকে নিজেকে হেফাজত করার কোনো উপায় আছে কি? ■ আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে ৭০ হাজার ফেরেশতা চারদিক থেকে তাকে রক্ষা করে কি? ■ আয়াতুল কুরসি পড়ে বাড়িতে ঢুকলে দরিদ্রতা কি প্রবেশ করতে পারে না? ■ আয়াতুল কুরসি পড়ে ঘুমালে কি সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেন? ■ ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেশতের মধ্যে একটি জিনিসেরই দূরত্ব থাকে তা হলো মৃত্যু এবং মৃত্যুর আজাব এতই হালকা হয় যেন একটি পিঁপড়ার কামড়ের সমান। এমন কথা কি ঠিক? ■ অজুর পর আয়াতুল কুরসি পড়লে কি আল্লাহর কাছে ৭০ গুণ মর্যাদা বৃদ্ধি হয়? ■ আমি এবং আমার স্বামী নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, হজ ও ওমরাহ করেছি। আমার স্বামী মক্কায় ইতিকাফও করেছেন। কিন্তু আমার স্বামীর একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রয়েছে। ইসলামিক দৃষ্টিতে এ অবস্থায় একজন স্ত্রীর কী করার আছে? ইসলামে আমার স্বামীর কী শাস্তির বিধান রয়েছে? ■ আমি পাঠাওয়ে বাইক চালাই। জোহর ও আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করি। কিন্তু মাগরিব ও এশার সময় বাইক নিয়ে রাস্তায় থাকার কারণে নামাজ কাজা হয়ে যায়। এমন অবস্থায় কি আসরের সময় মাগরিব ও এশার নামাজ আদায় করে নিতে পারব?
■ জীবনে চলার পথে আমরা অসচেতনতা ও শয়তানের অনুসরণের কারণে মানুষের গীবত করে ফেলি। অনেক সময় ভুলেও যাই কার কার গীবত করেছি। কিন্তু চেতনাবোধ ফিরে পেলে গীবত থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করি। নিজেকে পাপ থেকে দূরে রাখতে আমাদের করণীয় কী? গীবত থেকে নিজেকে হেফাজত করার কোনো উপায় আছে কি? ■ আয়াতুল কুরসি পড়ে বাড়ি থেকে বের হলে ৭০ হাজার ফেরেশতা চারদিক থেকে তাকে রক্ষা করে কি? ■ আয়াতুল কুরসি পড়ে বাড়িতে ঢুকলে দরিদ্রতা কি প্রবেশ করতে পারে না? ■ আয়াতুল কুরসি পড়ে ঘুমালে কি সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেন? ■ ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেশতের মধ্যে একটি জিনিসেরই দূরত্ব থাকে তা হলো মৃত্যু এবং মৃত্যুর আজাব এতই হালকা হয় যেন একটি পিঁপড়ার কামড়ের সমান। এমন কথা কি ঠিক? ■ অজুর পর আয়াতুল কুরসি পড়লে কি আল্লাহর কাছে ৭০ গুণ মর্যাদা বৃদ্ধি হয়? ■ আমি এবং আমার স্বামী নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, হজ ও ওমরাহ করেছি। আমার স্বামী মক্কায় ইতিকাফও করেছেন। কিন্তু আমার স্বামীর একাধিক নারীর সঙ্গে যোগাযোগ রয়েছে। ইসলামিক দৃষ্টিতে এ অবস্থায় একজন স্ত্রীর কী করার আছে? ইসলামে আমার স্বামীর কী শাস্তির বিধান রয়েছে? ■ আমি পাঠাওয়ে বাইক চালাই। জোহর ও আসরের নামাজ জামাতের সঙ্গে আদায় করি। কিন্তু মাগরিব ও এশার সময় বাইক নিয়ে রাস্তায় থাকার কারণে নামাজ কাজা হয়ে যায়। এমন অবস্থায় কি আসরের সময় মাগরিব ও এশার নামাজ আদায় করে নিতে পারব?
0 Comments