Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৮৭

চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৮৭
 নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আলোচোখ- ডাঃ মতিউল ইসলাম
এ প র্বে র স ব প্র শ্ন ■ আমরা প্রতিদিন ফকির মিসকিনকে বা মসজিদের দানবাক্সে যে দু-চার টাকা দান করি, তা কি সদকায়ে জারিয়া হবে? ■ মৃত মা-বাবার কবরে নাকি রুহে, কোথায় সওয়াব পৌঁছাতে হয়? আর সওয়াব পৌঁছানোর নিয়মটা কী? ■ নামাজে মনোসংযোগের জন্য চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কি? ■ পাঁচ ওয়াক্ত নামাজে ৪-৫টি সুরা ঘুরিয়ে ফিরিয়ে পড়া যাবে কি? ■ বিনা অজুতে কোরআন স্পর্শ করে তিলাওয়াত করা যাবে কি? ■ আধুনিক ওয়াশরুমে উলঙ্গ হয়ে অজু বা গোসল করলে শুদ্ধ হবে কি? ■ অনেকে বলেন ‘মাওলানা সাইয়েদুল মুরসালিন রাসুল (সা.)’ এভাবে বলাই উত্তম। এ কথা কি ঠিক? ■ আমি একজন চাকরিজীবী নারী। আমি আমার বেতনের সম্পূর্ণ অংশ স্বমীকে দেই এবং তাঁর কাছ থেকে তিন হাজার টাকা প্রতি মাসে নিয়ে থাকি। এর থেকে কিছু অর্থ দৈনন্দিন খরচের পর বাঁচিয়ে রেখে দান করি। যা আমার স্বামীকে পুঙ্খানুপুঙ্খ অবগত করি না, কারণ অধিকাংশ সময় আমার বাবার দিকের কাউকে দান করলে কখনো কখনো বাধা দেয় বা মন খারাপ করে। উল্লেখ্য, আমার বাবার পরিবারের সবাই স্বাবলম্বী। আমি শুধু আত্মতৃপ্তির জন্য খুবই সামান্য বাবাকে দেই বা মৃত মায়ের জন্য মসজিদ মাদ্রাসায় দান করে থাকি। বাড়ি গেলে এলাকার দুস্থদের দু-একশ টাকা দিয়ে থাকি। আমি আমার স্বামীকেও বলেছি যে ‘তুমি যেহেতু মন খারাপ করে থাক, তাই আমি না জানিয়ে দান খয়রাত করে থাকি। দয়া করে আমার এই সামান্য টাকার হিসাব তুমি চেও না।’ তথাপিও সে মাঝেমধ্যে এই বিষয়টি নিয়ে আপত্তি করে এবং এক পর্যায়ে সে আমাকে চাকরি করতে দেবে না, এমন কথা বলে ফেলে। পরে আবার চাকরিতে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করেছে। কারণ চাকরি বাদ দিলে সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে। সে মাঝেমধ্যে আমাকে শরিয়তের দোহাই দেয়। আমার এক সময় ইচ্ছে ছিল, আমার বেতন একটু বেশি হলে প্রাণ ভরে দান করব। একজন নারী হওয়ার কারণে আমি কি তা পরব না? ইসলাম নারীর জন্য কী অধিকার রেখেছে? সে কি স্বামীর নিকট জিম্মি? ■ চাকরি ছেড়ে দিলে স্বামী যদি অসন্তুষ্ট হন, তাহলে কি আমি গুনাহগার হব? ■ ১৯ বছর চাকরি করার পরও আমার কোনো সম্পদ নেই। আমার ও আমার স্বামীর উপার্জনের টাকায় একটি বাড়ি করা হয়েছে, যা আমার স্বামীর নামে। যদিও আমার বিচ্ছেদ হওয়ার ইচ্ছে নেই বা বিচ্ছেদ হলেও স্বামীর কিছু নেওয়ার ইচ্ছে নেই, তবুও জানতে চাই, বিচ্ছেদ হলে আমি কী পাব? আমাকে কি খালি হাতে বিদায় নিতে হবে?

Post a Comment

0 Comments