Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৫৮

কাফেরের শেষ ইচ্ছে আল্লাহ দুনিয়ায় পূরণ করেন? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৫৮
 . এ প র্বে র স ব প্র শ্ন ■ দরিদ্র এতিম মাদ্রাসায় পড়ুয়া কোনো শিশুকে কোনো ব্যক্তি লেখা-পড়ার খরচ দেন, থাকা খাওয়ার খরচ দেন, যাবতীয় ভরণ পোষণের খরচ দেন এবং তাঁর স্ত্রী যদি শিশুটির জন্য মাঝেমাঝে খাবার ও উপহার পাঠান, তাহলে তাঁরা দুজনই কি এতিম লালন পালনের ফজিলত পাবেন? ■ একজন বলেছেন রাসুল (সা.) মেরাজে আল্লাহ তায়ালার সাথে এমন অবস্থায় কথা বলেছেন যে মাঝখানে পর্দা ছিল—এমন বক্তব্য কি শুদ্ধ? ■ দু-তিনদিনের কোনো শিশুকে নিয়ে বাবা মসজিদে জামাতে সালাতে গেলে রুকু ও সেজদার সময় কি শিশুকে পায়ের সামনে রাখবে? আর এই আমলটি কি মাঝেমধ্যে করা যাবে? ■ সবজির ভেতরের পোকাগুলো মেরে ফেললে কি গুনাহ হবে? অনেক সময় বের হয়ে ঘরে হাটতে থাকে, দেখলে ভয় লাগে। ■ কাফেরের শেষ ইচ্ছে আল্লাহতায়ালা দুনিয়ায় পূরণ করেন, কিন্তু মুমিনেরটা করেন না, যাতে দুনিয়ায় তার গুনাহ মাফ হয়— এ ধরনের কোনো ঘটনা কি হাদিসে আছে? ■ পবিত্র শব্দটি কোথায় কোথায় ব্যবহার করা উচিত? যেমন অনেকে বলেন পবিত্র কুরআন, পবিত্র আয়াত, পবিত্র মক্কা, পবিত্র মদিনা, পবিত্র রমজান মাস, পবিত্র হজ, পবিত্র মহররম, পবিত্র লাইলাতুল কদর, পবিত্র ঈদুল ফিতর, পবিত্র ঈদুল আজহা ইত্যাদি। এই দশটি ব্যবহার কি ঠিক আছে? ■ অনেক বেদাতিরা দাবি করে তাদের দোয়া কবুল হয়— এ কথা কি ঠিক? ■ শামসুন্নাহার অর্থ দিনের সূর্য। সূর্যকে পৌরুষ ও বীর্যতার প্রতীক হিসেবে ধরা হয়, তাই মেয়েদের এই নাম রাখা উচিত নয়— এ কথা কি ঠিক? ■ ঈসা (আ.) চেয়েছিলেন শেষ নবীর উম্মত হতে, তা্ই তিনি পৃথিবীতে আবার আসবেন—এ বক্তব্য কি ঠিক? আর তিনি ছাড়া আর কারো কি এমন ইচ্ছে হতো?

Post a Comment

0 Comments