দোয়া কবুল না হওয়ার কারণ কী? | আপনার জিজ্ঞাসা | পর্ব
এ প র্বে র স ব প্র শ্ন ■ কিছুদিন আগে এক বোন প্রশ্ন করেছিলেন যে মেয়েরা আর্মিতে, ডিফেন্সে জব করতে পারবে কি না। এর জবাব দেওয়া হয়েছিল, ‘সীমিত পরিসরে জব করতে পারবে।’ আমরা জানি, যে মেয়েরা ডিফেন্সে জব করতে যায়, তাদের অশালীন পোশাক পরতে হয়, যা কোনো মুমিন নারীর পোশাক নয়। তাদের পুরুষের সঙ্গে মিশতে হয়। তাহলে মেয়েরা যে সীমিত পরিসরে জব করতে পারবে এটার অর্থ কী, আমি বুঝিনি। বুঝিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ডিফেন্স বা আর্মিতে জব করা কি জায়েজ নাকি হারাম? ■ তিন প্রকারের লোকের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, যথা—মা-বাবা, মুসাফির ও মাজলুম। অথচ মা-বাবা, মুসাফির, মাজলুম এত দোয়া করছে, তবুও কেন তাঁদের দোয়া কবুল হয় না? এর পেছনে কোনো ব্যাখ্যা আছে কি? ■ আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে গার্মেন্টসে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করি। আমার কাজ হলো—১. গার্মেন্টস শ্রমিকদের (যাঁদের বেশিরভাগই নারী) কাজ সম্পর্কে আবগত করা। ২. তাঁদের নিজ নিজ কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া। ৩. তাঁদের সঙ্গে কথা বলে দিকনির্দেশনা দেওয়া। তাঁদের কাজের দিকে আগ্রহী ও মনোযোগী করা। ৪. উচ্চ আওয়াজে তাঁদের ধমকানো যাতে কাজ ঠিকমতো করে। ৫. ৯০% সময় তাঁদের সঙ্গে থাকা ও তদারকি করা। আরো অনেক কাজ আছে। এই পরিবেশে থেকে মাঝেমধ্যে আমি বুঝতে পারি আমি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। সবকিছু কেমন যেন অসহ্য লাগে। আবার চেষ্টা করি নিয়মিত হওয়ার। আমার প্রশ্ন হলো, এমতাবস্থায় আমার চাকরি নিয়ে ইসলাম কী বলে? এখানে নারী-পুরুষের সংমিশ্রণে কাজ করতে হয়। ৮০% নারী আর ২০% পুরুষকর্মী। ■ মেয়ে কি মায়ের কবর জিয়ারতে যেতে পারবে?
এ প র্বে র স ব প্র শ্ন ■ কিছুদিন আগে এক বোন প্রশ্ন করেছিলেন যে মেয়েরা আর্মিতে, ডিফেন্সে জব করতে পারবে কি না। এর জবাব দেওয়া হয়েছিল, ‘সীমিত পরিসরে জব করতে পারবে।’ আমরা জানি, যে মেয়েরা ডিফেন্সে জব করতে যায়, তাদের অশালীন পোশাক পরতে হয়, যা কোনো মুমিন নারীর পোশাক নয়। তাদের পুরুষের সঙ্গে মিশতে হয়। তাহলে মেয়েরা যে সীমিত পরিসরে জব করতে পারবে এটার অর্থ কী, আমি বুঝিনি। বুঝিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। আর ডিফেন্স বা আর্মিতে জব করা কি জায়েজ নাকি হারাম? ■ তিন প্রকারের লোকের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, যথা—মা-বাবা, মুসাফির ও মাজলুম। অথচ মা-বাবা, মুসাফির, মাজলুম এত দোয়া করছে, তবুও কেন তাঁদের দোয়া কবুল হয় না? এর পেছনে কোনো ব্যাখ্যা আছে কি? ■ আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে গার্মেন্টসে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করি। আমার কাজ হলো—১. গার্মেন্টস শ্রমিকদের (যাঁদের বেশিরভাগই নারী) কাজ সম্পর্কে আবগত করা। ২. তাঁদের নিজ নিজ কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া। ৩. তাঁদের সঙ্গে কথা বলে দিকনির্দেশনা দেওয়া। তাঁদের কাজের দিকে আগ্রহী ও মনোযোগী করা। ৪. উচ্চ আওয়াজে তাঁদের ধমকানো যাতে কাজ ঠিকমতো করে। ৫. ৯০% সময় তাঁদের সঙ্গে থাকা ও তদারকি করা। আরো অনেক কাজ আছে। এই পরিবেশে থেকে মাঝেমধ্যে আমি বুঝতে পারি আমি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। সবকিছু কেমন যেন অসহ্য লাগে। আবার চেষ্টা করি নিয়মিত হওয়ার। আমার প্রশ্ন হলো, এমতাবস্থায় আমার চাকরি নিয়ে ইসলাম কী বলে? এখানে নারী-পুরুষের সংমিশ্রণে কাজ করতে হয়। ৮০% নারী আর ২০% পুরুষকর্মী। ■ মেয়ে কি মায়ের কবর জিয়ারতে যেতে পারবে?
0 Comments