Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আকীকার দুটি ছাগল দু জায়গায় জবেহ করা

আকীকার দুটি ছাগল দু জায়গায় জবেহ করা
---------------------
প্রশ্ন: আমার ছেলের আকিকা দিতে চাচ্ছি কিন্তু আমার শশুর-শাশুড়ি বলছে একটা ছাগল আমার মায়ের বাড়ি দিতে আর একটা তাদের বাড়ি দিতে। আমার প্রশ্ন এভাবে আকিকা দেওয়া যায় কি? আর আমার আকিকা দেওয়া নাই এখন আমার আকিকা কিভাবে দেব? শশুরবাড়িতে না বাপের বাড়িতে দিব?

উত্তর-আকীকার দুটি ছাগল একই স্থানে জবেহ করা জরুরি নয়। সুতরাং একটি ছাগল শ্বশুর বাড়ি আরেকটা বাবার বাড়িতে জবেহ করলেও আকীকা শুদ্ধ হবে ইনশাআল্লাহ।
- শিশুকালে যদি কারও আকীকা না হয়ে থাকে তাহলে বড় হওয়ার পর জীবনের যে কোন সময় নিজের আকীকা নিজে দেয়া জায়েয আছে। এ ক্ষেত্রেও আপনার যেখানে আকীকা দিলে সুবিধা হয় সেখানে দিবেন। শ্বশুর বাড়িতেও দিতে পারেন আবার বাবার বাড়িতেও দিতে পারেন। এটা আপনাদের সিদ্ধান্তের বিষয়। 
আল্লাহু আলাম।

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী

আরো পড়ুন:

১) আকীকার সঠিক নিয়ম এবং গরু দিয়ে আকীকা করার বিধান:
https://m.facebook.com/story.php?story_fbid=610505632702319&id=235040300248856

২) কুরবানীর গরুতে ভাগে আকীকা দেয়া সুন্নত সম্মত নয়:
https://m.facebook.com/story.php?story_fbid=540433776376172&id=235040300248856

৩) গরুর ভাগা দিয়ে আকীকা করা হলে পূণরায় ছাগল দিয়ে দিয়ে আকীকা করা জায়েজ আছে?
https://m.facebook.com/story.php?story_fbid=372120669874151&id=235040300248856

৪) প্রশ্ন: আকিকা বা তার পরবর্তী সময়ে কন্যা সন্তানের মাথার চুল মুণ্ডন করা কি বৈধ?
https://m.facebook.com/story.php?story_fbid=591376987948517&id=235040300248856

৫) প্রশ্ন : কেউ যদি অভাবের কারনে ছোটবেলা আকিকা দিতে না পারে তাহলে কি সে গুনাহগার হবে? আর সে বড় হয়ে সামর্থবান হয়ে নিজের আকিকা কি নিজে দিতে পারবে?* 
https://m.facebook.com/story.php?story_fbid=250057975413755&id=235040300248856

৬) জন্মের ৭ম দিনে শিশুর আকীকা দেয়া উত্তম। অন্যথায় ১৪ বা ২১তম দিনে অথবা জীবনের যে কোন সময় আকীকা দেয়া জায়েয:
https://m.facebook.com/story.php?story_fbid=554837028269180&id=235040300248856

৭) আকীকার দুটি ছাগল একসাথে জবেহ না করে কিছু দিন পরপর জবেহ করা জায়েয কি?
https://m.facebook.com/story.php?story_fbid=372120669874151&id=235040300248856

Post a Comment

0 Comments