Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

মহিলাদের চাকুরী: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মুসলিম মহিলাদের.......

মহিলাদের চাকুরী: জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মুসলিম মহিলাদের শান্তিরক্ষা কর্মী হিসেবে কাজ করা কি বৈধ?
▬▬▬◄❖►▬▬▬
প্রশ্ন: আমি একজন এমফিল গবেষক। সম্প্রতি আমার গবেষণার বিষয় হচ্ছে, জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ থেকে যেসব হিলারা (মুসলিম/ অমুসলিম) শান্তিরক্ষা কর্মী হিসেবে বিভিন্ন দেশে যান এবং যুদ্ধ বিধস্ত দেশের মানুষকে সাহায্য করেন। 
প্রশ্ন হচ্ছে: এ সব মহিলা শান্তিরক্ষা কর্মীদের তাদের পেশার জন্য যেসব ইউনিফর্ম পরতে হচ্ছে তা কি ইসলামে জায়েয? আর মিশনে মহিলাদের মাহরাম ছাড়া যাওয়াকে ইসলাম কতটুকু সমর্থন করে? আমার যেহেতু মহিলা কর্মীদের নিয়ে ইতিবাচকভাবে লিখতে হবে এবং আমার গবেষণা অনেকেই পড়বে। অনেকেই হয়তো অনুপ্রাণিত হবে। এতে কি আমার গুনাহ হবে?

উত্তর: 

এ ব্যাপারে সংক্ষেপ ও সহজ কথা হল, ইসলাম কিছু শর্ত সাপেক্ষে সাপেক্ষে নারীদের জন্য হালাল কাজ বা চাকরি করার অনুমতি দেয়। 
যেমন:
➤ পূর্ণ হিজাব বা পর্দা মেনে চলা।
➤ স্বামী অথবা মাহরাম পুরুষ ব্যতীত দূরের সফর না করা।
➤ ফেতনা থেকে দূরে থাকা।
➤ স্বামী থাকলে স্বামীর আর স্বামী না থাকলে পিতা বা অভিভাবকের অনুমতি থাকা।

উপরোক্ত শর্তাবলী ঠিক থাকলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী সহ পৃথিবীর যেকোন স্থানে চাকরি করা বৈধ হবে। আর এসব শর্ত লঙ্ঘিত হলে কোথাও চাকরি করা বৈধ হবে না। আল্লাহু আলাম।

আপনি গবেষণার বিষয় হিসেবে এই ব্যাপারে অবশ্যই লিখতে পারেন। তবে তাতে সঠিক কথাটি লিখতে হবে। 
অর্থাৎ ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে এই ব্যাপারে কি বিধান সেটা ফুটিয়ে তুলবেন।
▬▬▬◄❖►▬▬▬
উত্তর প্রদানে: 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

Post a Comment

0 Comments