Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

সাদা স্রাব কি পবিত্র?.....

সাদা স্রাব কি পবিত্র?
▬▬▬◄❖►▬▬▬
প্রশ্ন: যদি সাদাস্রাব বের হয় তাহলে কি কপড় পাল্টিয়ে নামাজ পড়তে হবে নাকি এমনিতেই নামাজ পড়া যাবে?

উত্তর:
ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার পরে মহিলাদের লজ্জাস্থান থেকে নির্গত সাদাস্রাব নাপাক নয়। 
এটি ইমাম আবু হানিফা রহ. সহ অধিকাংশ আলেমদের অভিমত। আল্লামা মুহাম্মদ বিন সালেহ আল-উসাইমীন এই অভিমত গ্রহণ করেছেন। (দেখুন, শারহুল মুমতে ১/৪৫৮)

সুতরাং তা কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে না। ফলে নামাজের পূর্বে কাপড় পাল্টানোরও প্রয়োজন নাই।

তবে যথাসম্ভব, কাপড়ে না লাগানোর চেষ্টা করা উত্তম। তাই প্যাড, আন্ডারওয়্যার অথবা কোন কাপড়ের টুকরো লজ্জাস্থানে দিয়ে রাখা ভালো।

তবে মনে রাখতে হবে যে, সাদা স্রাব বের হলে ওযু নষ্ট হয়ে যাবে। 
সুতরাং সালাতের পূর্বে লজ্জাস্থান ধৌত করার পর অজু করে সালাত আদায় করবে।
▬▬▬◄❖►▬▬▬
উত্তর প্রদানে: 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।

Post a Comment

0 Comments