Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

✔ প্রশ্নঃ রোযা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া বৈধ কি?

✔ ২২৫ প্রশ্নঃ রোযা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া বৈধ কি?
🎤উত্তরঃ সায়িমদের জন্য চিকিৎসার ক্ষেত্রে সেই ইঞ্জেকশন ব্যবহার করা বৈধ। যা পানাহারের কাজ করে না। যেমনপেনিসিলিন বা ইনসুলিন ইঞ্জেকশন অথবা অ্যান্টিবায়োটিক বা টনিক কিংবা ভিটামিন ইঞ্জেকশন অথবা ভ্যাকসিন ইঞ্জেকশন প্রভৃতি হাতেকোমরে বা অন্য জায়গায়দেহের পেশি অথবা শিরায় ব্যবহার করলে রোযার ক্ষতি হয় না। তবুও নিতান্ত জরুরী না হলে তা দিনে ব্যবহার না করে রাত্রে ব্যবহার করাই উত্তম ও পূর্বসাবধানতামূলক কর্ম। যেহেতু মহানবী () বলেন, “ যে বিষয়ে সন্দেহ আছেসে বিষয় বর্জন করে তাই করযাতে সন্দেহ নেই।”  ৩০১ (আহমাদতিরমিযী ২৫১৮নাসাঈইবনে হিব্বানত্বাবারানী প্রমুখসহীহুল জামে ৩৩৭৭৩৩৭৮ নং) 
সুতরাং যে সন্দিহান বিষয়াবলী থেকে দূরে থাকবেসে তাঁর দ্বীন ও ইজ্জতকে বাঁচিয়ে নেবে।” 
 ৩০২ (আহমাদ ৪/২৬৯বুখারী ৫২মুসলিম ১৫৯৯ নংআবূ দাঊদতিরমিযীইবনে মাজাহদারেমী)

Post a Comment

0 Comments