🔵সাজদাহ্ তে বা সিজদাহ্র সময় হাত মাটিতে বিছিয়ে দেওয়া।

২৮) সাজদাহ্ তে বা সিজদাহ্র সময় হাত মাটিতে বিছিয়ে দেওয়া।

🔵সাজদাহ্র সময় মাটিতে বা মুসাল্লায় হাত বিছিয়ে দেওয়া যা আমাদের দেশের নারীগণ করে থাকেএবং কিছু সংখ্যক পুরুষও যাহা হাদিস বিরোধী কাজ

আনাস ইবনে মালিক(রাঃথেকে বর্ণিতনাবী(সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লামবলেছেনঃ‘‘ সেজদায় (অঙ্গ প্রত্যঙ্গেরসামাঞ্জস্য রক্ষা কর এবং তোমাদের মধ্যে কেউ যেন দুহাত বিছিয়ে না দেয় যেমন কুকুর বিছিয়ে দেয় (সহীহ বুখারী-.ফা.বা-হা/৭৮৪), [আন্তঃ নং৮২২]

🔵বারা বিন আযিব(রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন; রসূলুল্লাহ(সাঃ) যখন স্বলাত পড়তেন(সিজদাহতে) তার পেটকে উরু হতে ও পার্শ্বকে তার হাত হতে দূরে রাখতেন। ইয়াসরী বর্ণনা করেন যে; জটা তাকে বলে যে তার রুকু ও সিজদাহতে ফাঁক অবলম্বন করে না। নাযর বলেন; আরবরা তাকে জটা বলে।

সনদ সহীহ নাসাঈ হাঃ ১১০৫; হাকেম হাঃ ৮২৮; মুল সহীহ ইবনু খুজাইমাহ-৬৪৭]

 

২য় হাদীসঃ আব্দুল্লাহ বিন মালিক বিন বুহায়নাহ(রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন; রসূলুল্লাহ(সাঃ) যখন স্বলাত করতেন; তখন উভয় হাত(এমন) ফাঁক করতেন যে; তার উভয় বগলের শুভ্রতা প্রকাশ হয়ে পড়ত।

[সহীহুল বুখারী হাঃ ৮০৭; মুসলিম হাঃ ৪৯৫; বুলুগুল মারামঃ ২৯৮, নাসাঈ হাঃ ১১০৬; আহমাদঃ/৩৪৫, মুল সহীহ ইবনু খুজাইমাহ-৬৪৮]

 

৩য় হাদীসঃজাবির বিন আব্দুল্লাহ(রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন; নাবী(সাঃ) যখন সিজদাহ করতেন(তার হাতকে তার পার্শ্ব থেকে) দূরে রাখতেন। এমনকি তার বগলের সাদা অংশ দেখা যেত।

সনদ সহীহ [ বায়হাকী ফিল কাবীরঃ ২/১১৫; হাঃ ২৭১; মুসনাদে আহমাদঃ ৩/২৯৪; মুল সহীহ ইবনু খুজাইমাহ-৬৪৯ ]

👉কুকুরের ন্যায় দুই হাত মাটিতে বিছিয়ে দিয়ে সাজদা করা নিষেধ 👉[সহীহ বুখারীঃ ৫০৫,মুসলিমঃ ৪৯৭, আবুদাউদঃ৭৮৩,  তিরমিযীঃ ২৭৫]

 

৪র্থ হাদীসঃ আনাস ইবনু(রাযিঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সিজদায় মধ্যপন্থা অবলম্বন করো। তোমাদের মধ্যে কেউ যেন দু’হাত বিছিয়ে না দেয়, যেমন কুকুর বিছিয়ে দেয়।

সনদ সহীহ সহীহ বুখারীঃ ৮২২,৭৮৪,৭৮৬; [মুসনাদে আহমাদঃ ৩/১৯৩; হাঃ ১৭৬৫৬; “সিফাতু স্বলাতুন্নাবীআলবানীঃ ৭৫১পৃ; মুল সহীহ ইবনু খুজাইমাহ-৬৫০]

____________________________________________________________

🔴🔴 ব্যাখ্যাঃ 🔴🔴

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় মধ্যপন্থা অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন। অর্থাৎ মুসল্লী সিজদায় সুন্দর আকৃতিতে হবে। সে তার দুহাতের তালু যমীনের উপর রাখবে, দুবাহু আগলা করবে এবং বাহুদ্বয়কে দুপার্শ্ব থেকে দূরে রাখবে। কেননা এ অবস্থা হলো উৎসাহ-উদ্দীপনার ও মনোযোগী হওয়ার আলামত যা সালাতে মুসল্লীদের থেকে কাম্য। এ ছাড়াও এ সুন্দর অবস্থার কারণে সিজদার সমস্ত অঙ্গগুলো তার ইবাদতের অংশ গ্রহণ করতে সক্ষম হয়। আর সিজদায় বাহুদ্বয় বিছিয়ে রাখতে নিষেধ করা হয়েছে। কেননা এটি অলসতা ও বিরক্তির প্রমাণ। এতে রয়েছে কুকুরের সাথে সাদৃশ্য। আর তা এমন একটি সাদৃস্য শোভাযোগ্য নয়। 

 

বারাবিন আযিব(রাযিঃ) হতে বর্ণিত। তিননি বলেন; রসূলুল্লাহ(সাঃ) বলেছেন: যখন তোমরা সিজদাহ করবে তখন তোমার হাতের তালুকে (জমীনে) রাখবে আর উভয় কনুই উঁচু করে রাখবে

[মুসলিম হাঃ ৪৯৪; ইবনুহিব্বান হাঃ ১৯১৩; মুসনাদে আহমাদঃ ৪/২৮৩; ২৯৪; মুল সহীহ ইবনু খুজাইমাহ-৬৫৬]

____________________________________________________________

 

 

🔵৫ম হাদিসঃ মায়মুনাহ(রাযিঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন; “রসূলুল্লাহ(সাঃ) যখন সিজদাহ করতেন (তখন তিনি হাত দুটি এমনভাবে ফাঁকা করে রাখতেন ও পেটকে উরু হতে এমনভাবে দূরে রেখে সিজদাহ করতেন) যে, যদি কোন বকরীর বাচ্চা হাতের নীচ দিয়ে যেতে চাইলে চলে যেতে পারতো আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন আসিমের রিওয়াআতে এই শব্দ আছে; “নাবী(সাঃ) যখন সিজদাহ করতেন তখন দুই হাতকে দুই পার্শ্ব হতে দূরে রাখতেন। এমনকি যদি কোন বকরীর বাচ্চা তার নীচ দিয়ে যেতে চাইলে চলে যেতে পারতো

[মুসলিম হাঃ ৪৯৪; আবুদাঊদ হাঃ ৮৯৮; ইবনুমাজাহ হাঃ ৮৮০; দারেমী হাঃ ১৩৩৭; মুসনাদে আহমাদঃ ৬/৩৩১;মুল সহীহ ইবনু খুজাইমাহ-৬৫৭]

 

 

🔴সিজদাহ তে মুখ মণ্ডল যে ভাবে রাখবেঃ

সিজদাহ দেওয়ার সময় মুখমণ্ডল দুই হাতের তালুর মাঝ বরাবর রাখতে হবে [ মুসলিমঃ/১৩; তিরমিযিঃ ২৭১ ]

🔴🔴 হাদিস যা জানা যায়ঃ

সেজদায় মধ্যম পন্থা অবলম্বন করা সুন্দর আকৃতিতে সেজদাহ দেওয়া সিজদায় দুই বাহু বা বগল গুলি ফাঁক রাখা এতোটা দুই বাহুদয় ফাঁক রাখা যাতে একটি ছাগলের বাচ্ছা এপার ওপার যাওয়া আসা করতে পারে আর জন্তুর মত সেজদা দিতে প্রিয় নাবী(সাঃ) নিষেধ করেছেন যেমন জমিনে বিছিয়ে সেজদাহ করি, যা নামাজের খুশু খুজু নস্ট হয়ে অলসতার কারনে এই ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের আলাদা কোন বিধান নাই প্রচলিত সমাজে অনেককে বিছিয়ে সেজদাহ করে যা ভিত্তিহীন

সেজদাহ দেওয়ার ভুল গুলি


Post a Comment

0 Comments