Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

🔘রোযা নিয়ে মাসলা মাসায়ে’ল (পর্ব-২)🔘

🔘রোযা নিয়ে মাসলা মাসায়ে’ল (পর্ব-)🔘

বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু লা রাসুলিল্লাহ

হয় তোবা অনেকেই জানেন, তারপরেও কারো যদি কোন ভুল ধারনা থাকে, তাই আবারও বলছি

🔘(১)অনিচ্ছাকৃতভাবে শরীর থেকে কম অথবা বেশি, এমনকি রক্ত প্রবাহিত হলেও রোযা ভেঙ্গে যাবেনা বা রোযার কোনো ক্ষতি হবেনা তবে কারো যদি অতিরিক্ত রক্তপাতের কারণে রোযা রাখা খুব কষ্টকরে হয়ে যায়, তাহলে সে রোযা ভাংগতে পারবে, পরে রোযার কাজা আদায় করে নেবে

🔘(২)কফ বা থুথু সেটা অল্প বা বেশি হোক, ইচ্ছায় বা অনিচ্ছায় গিলে ফেললে রোযা ভাংবেনা বা হালকা হয়ে যাবেনা তবে অহেতুক মুখে কফ জমিয়ে রাখবেন না, একবার জমানো শুরু করলে বারবার থুথু আসতেই থাকবে তাই অল্প থাকতেই গিলে ফেললে বা ফেলে দিলে এই সমস্যা আর হবেনা নিয়ম হচ্ছে যেই কফ বাইরে চলে আসবে, সেটা ফেলে দিতে হবে

🔘(৩)বাচ্চাকে দুধ খাওয়ালে রোযা ভাংবেনা তবে রোযা রাখলে যদি সন্তানের বা মায়ের স্বাস্থ্যের ক্ষতি হয়, তাহলে রোযা না রেখে পরে সন্তান একটু বড় হলে বছরের অন্য সময়ে বা শীতের সময় ছোট দিনগুলোতে কাযা আদায় করে নিতে হবে

🔘(৪)চোখে বা কানে ড্রপ ব্যবহার করলে রোযা ভাংবেনা তবে নাকে ড্রপ দিলে যদি তা নাড়ি পর্যন্ত পৌছে যায়, তাহলে রোযা ভেঙ্গে যাবে, কারণ রাসুল সাল্লাল্লাহু আ’লাইহি সাল্লাম রোযা অবস্থায় নাকে নরম অংশ পর্যন্ত অতিরিক্ত পানি দিতে নিষেধ করেছেন, রোযা রেখে ওযু করার সময় শুধু স্বাভাবিক সীমা পর্যন্ত নাকে পানি দিবে, যাতে করে গলায় পানি চলে না যায় থেকে উলামাদের ফতোয়া হচ্ছে, কানে বা চোখে ড্রপ দিলে রোযা ভাংবেনা কিন্তু নাকের ড্রপ দিলে রোযা ভেঙ্গে যাবে

🔘(৫)আতর বা সুগন্ধি দিলে বা এর ঘ্রাণ নিলে রোযা ভাংবেনা

🔘(৬)কুলি করার সময় বা নাকে পানি দেওয়ার সময়অনিচ্ছাকৃতভাবেপেটে পানি চলে গেলে রোযা ভাংবেনা

🔘(৭)খাদ্য না গিলে শুধুমাত্র খাদ্যের স্বাদ নিলে রোযা ভাংবেনা তবে একান্ত দরকার না হলে এমনটা না করাই ভালো

🔘(৮)রক্ত পরীক্ষার জন্য অল্প পরিমাণ রক্ত দিলে রোযা ভাংবেনা

🔘(৯)নাক দিয়ে বা মাড়ি থেকে রক্ত বের হলে রোযা ভাংবেনা তবে রক্ত গিলে ফেলা যাবেনা, ফেলে দিতে হবে

🔘(১০)এমন ইনহেলার যা শুধুমাত্র গ্যাসীয় পদার্থ থাকে, তা নিলে রোযা ভাংবেনা কিন্তু কিছু আছে যা ক্যাপসুল, পাউডার আকারে থাকে, সেটা যদি পেটে যায় তাহলে রোযা ভেঙ্গে যাবে

🔘(১১)কেউ যদি সতর্ক থাকে গিলে না ফেলার জন্য, তাহলে পেস্ট দিয়ে ব্রাশ করলে রোযা ভাংবেনা তবে যেহেতু পেস্টের কড়া স্বাদ, তাই কিছু আলেম দিনের বেলায় এটা ব্যবহার না করাই উত্তম বলে ফতোয়া দিয়েছেন

🔘(১২)অনেক আলেমের মতে রক্ত দিলে রোযা ভেঙ্গে যায়, কারণ রক্ত দেওয়া শিংগা লাগিয়ে রক্ত বের করার সমান সহীহ হাদীসে এসেছে, শিংগা লাগিয়ে রক্ত বের করলে রোযা ভেঙ্গে যাবে তবে জীবন বাঁচানোর জন্য জরুরী রক্ত দেওয়া জায়েজ হবে, পরে রোযার কাজা আদায় করে নিতে হবে আর ইমার্জেন্সি না হলে সন্ধ্যা বেলায় বা ইফাতারির পরে রক্ত দিতে হবে ফাতওয়া লাজনা আদ-দায়িমাহ

🔘(১৩)ঋতুবতী নারী, মুসাফির, অসুস্থ বা শরীয়ত সম্মত কারণে যারা রোযা ভংগ করেন, তারা রমযান মাসে দিনের বেলায় খাওয়া-দাওয়া করতে পারবেন তবে তারা প্রকাশ্যে পানাহার করবেন না, যাতে করে মানুষ না জেনে তাদের সম্পর্কে খারাপ ধারণা না করে

🔘(১৪)ইচ্ছাকৃতভাবে মুখে আঙ্গুল দিয়ে বা কোন গন্ধ শুকে বমি করলে রোযা ভেঙ্গে যাবে অনিচ্ছাকৃত বমি করলে রোযা ভাংবেনা

🔘(১৫)নেবুলাইজার দিয়ে শুধু গ্যাস নিলে রোযা ভাংবেনা

🔘(১৬) রোযা রেখে হস্তমৈথুন করলে রোযা ভেঙ্গে যাবে এটা কঠিন গুনাহ, এর জন্য তোওবা করে পরে একটা কাজা রোযা রাখতে হবে আর ঐদিন না খেয়েই থাকতে হবে কারণ তার রোযা ভাঙ্গার কোন বৈধ কারণ ছিলোনা

🔘(১৭)রক্ত বা স্যালাইন নিলে রোযা ভেঙ্গে যাবে, কারণ এটা খাবারের বিকল্প

🔘(১৮) ইঞ্জেকশানঃ এমন ইঞ্জেকশান যাতে কোন পুষ্টি বা নিউট্রিশান, যেমন গ্লুকোজ বা স্যালাইন থাকেনা, উদারহরণ স্বরূপ-ইনসুলিন, এবং রোযা অবস্থায় সেটা দেওয়া যদি জরুরী হয়ে পড়ে, তাহলে রোযা রেখে সেটা দেওয়া জায়েজ হবে, এতে রোযা ভাংবেনা তবে যদি সম্ভব হয় পিছিয়ে রাতে দেওয়া, তাহলে সেটা করাই নিরাপদ উত্তম হবে ফতওয়া লাজনা আদ-দায়িমাহ

🔘(১৯) সফরঃ সফরে যদি কোন প্রকার কষ্ট না হয়, আরামদায়ক সফর হয় তাহলে রোযা রাখা যাবে এবং এইক্ষেত্রে উত্তম হচ্ছে রোযা রাখা ফরয আদায় করে নেওয়া অবশ্য, সফরে কারো কষ্ট না হলেও ইচ্ছা হলে সফরে সে রোযা ভাংগতে পারে, পরে কাজা আদায় করে নিবে আর যদি সফরে এমন কষ্ট হয় যা সহ্য করা কষ্টকর, তাহলে উত্তম হচ্ছে রোযা ভেঙ্গে পরে কাজা আদায় করে নেওয়া এইক্ষেত্রে রোযা রাখা মাকরুহ বা অপছন্দনীয় আর যদি সফরে রোযা রাখলে অত্যধিক কষ্ট হয়, তাহলে সেইক্ষেত্রে রোযা ভাঙ্গা তার জন্য ওয়াজিব, এমন সফরে রোযা রাখা হারাম

🔘(২০) ভুলে কিছু খেয়ে ফেললে রোযা ভাংবেনা, তবে মনে হওয়ার সাথে সাথে খাবার ফেলে দিতে হবে, রোযা মনে থাকা অবস্থায় ইচ্ছাকৃত সামান্য খাবার খেলে রোযা ভেঙ্গে যাবে

🔘(২১) ইফতারি করে মাগরিব নামায পড়া সুন্নত কম খেয়ে নামায পড়বেন, কষ্ট হবেনা পেটভর্তি করে খেলে নামায পড়তে কষ্ট হবে ইফতারি করা গুরুত্বপূর্ণ সুন্নত এটা বাদ দেওয়া যাবেনা, সামান্য খেয়ে হলেও সুন্নত পালন করতে হবে

🔘(২২)চোখে সুরমা দিলে রোযা ভাংবেনা

🔘(২৩)রোযা রাখার কষ্টের কারণে গোসল করলে, পানি ঢাললে বা এসিতে বিশ্রাম করলে রোযার কোন ক্ষতি বা সওয়াব কমবে না

🔘(২৪) অনেকে রোযা রেখে দিনে ঘুমিয়ে কাটায় এটা অত্যন্ত খারাপ একটা অভ্যাস অবশ্যই এটা রমযানে যেই হুকুম করা হয়েছে, তার বিপরীত! রোযা হচ্ছে তাকওয়া অর্জনের জন্য, সেই জন্য রোযা রেখে কুরান তেলাওয়াত করা, যিকর, সালাত, দান সাদাকা, ইলম অর্জন করা ইত্যাদি নেকীর কাজে সময়টা ব্যয় করা উচিত

🔘(২৫)অনেকে আছে রোযার মাস আসলে মেজাজ খারাপ করে, বাইরে রোযা ঠিকই রাখে কিন্তু ভেতরে ভেতরে মেজাজ খারাপ করে থাকে স্পষ্টত এই লোকগুলো একেবারেই অজ্ঞ, আল্লাহর প্রতি এদের ভালোবাসা অনেক কম, ঈমানের দিক দুর্বল, এদের অন্তর ব্যধিগ্রস্থ এদের উচিত ইসলাম শিক্ষা করা, আল্লাহ তার রাসূলের পরিচয় জানা, যাতে করে পরকালের কাজ হাসিমুখে করতে পারে

🔘(২৬)চুলে সাবান বা শ্যাম্পু দিলে রোযার কোন ক্ষতি হয়না

🔘(২৭)রোযা রেখে দিনের বেলায় ইনসুলিনের ইঞ্জেকশান নিতে পারবে, এতে রোযা ভাংবেনা

আল্লাহই সবচেয়ে ভালো জানেন

উৎসঃ দুয়েকটা ছাড়া প্রায় সবগুলো ফতওয়া শায়খ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমিন(রহঃ) এরফতওয়া আরকানুল ইসলামবই থেকে নেওয়া বিস্তারিত জানতে আপনার সেই বইয়েরসাওম অধ্যায়দেখুন

(ইসলামিক বিশুদ্ধ শুধু বই পেতে📚 এখানে পাবেন🎶প্রচুর অডিও সিরিজ🎶100 এর বেশী শায়খ ভিত্তিক অডিও 90 এর উপর 🎶বিষয় ভিত্তিক অডিও🌎অডিও কুরআন এবং অনলাইনে অডিও শুনুন🎶এছাড়াও বিষয় ভিত্তিক ভিডিও,♂সহীহ-সুন্নাহ-ভিত্তিক ইউটিউব চ্যানেল,ইসলামিক পত্রিকা 📚 and অনেক জানা-অজানা-আর্টিকল 📚 বিষয় ভিত্তিক সিরিজ আকারে http://islamicebookandpic.in/ ইসলামিক গালারি 👇বিশেষ দ্রস্টব্যঃ-👇 ওয়েবসাইট sarolpoth.blogspot.com/ ইসলামিক সমস্থ প্রগ্রাম একসাথে পেতে http://salafimp3web.blogspot.com/👉 অডিও সমাহার👈 👉 https://salafi-pdfbooks.blogspot.com/ সমস্ত ইসলামিক বই👆

Post a Comment

0 Comments