Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

কর্মগত দিক দিয়ে শির্‌ক তিন প্রকার কর্মগত দিক দিয়ে শির্‌ক তিন প্রকার


কর্মগত দিক দিয়ে শির্‌ক তিন প্রকার:-
(ক) কথা দ্বারা শির্‌ক (খ) কাজের দ্বারা শির্‌ক (গ) বিশ্বাসের দ্বারা শির্‌ক।
বিশেষ অর্থে এবং পরিণতি বিবেচনায় শির্‌ক দুই প্রকার:-
(১) শির্‌কে আকবার বা বড় শির্‌ক (২) শির্‌কে আসগার বা ছোট শির্‌ক।
শির্‌কে আকবার এর প্রকার:-
শির্‌কে আকবার এর প্রকার বর্ণনার ক্ষেত্রে বিভিন্ন ‘উলামায়ে কিরাম বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছেন। ‘আল্লামা শাহ ইছমা‘ঈল শহীদ o এটিকে মোট চার প্রকারে বিভক্ত করেছেন। সেগুলো হচ্ছে:-
১। জ্ঞানগত শির্‌ক (الشرك في العلم)
২। পরিচালনাগত শির্‌ক (الشرك في التصرف)
৩। উপাসনাগত শির্‌ক (الشرك في العبادات)
৪। অভ্যাসগত শির্‌ক ( الشرك في العادات)

Post a Comment

0 Comments