Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

কোর্টে ‘আদালাতে' ওকালতির কাজ করতে যেয়ে একজন আইনজীবীকে কখনো মন্দের and....

কোর্টে (‘আদালাতে) ওকালতির কাজ করতে যেয়ে একজন আইনজীবীকে কখনো মন্দের পক্ষাবলম্বন করতে হয়, মন্দকে সাহায্য করতে হয়…
প্রশ্ন:- কোর্টে (‘আদালাতে) ওকালতির কাজ করতে যেয়ে একজন আইনজীবীকে কখনো মন্দের পক্ষাবলম্বন করতে হয়, মন্দকে সাহায্য করতে হয়। অপরাধীর পক্ষের আইনজীবীকে- তার মক্কেল অপরাধী, এটা জেনে-শুনেও তার সাফাই গাইতে হয়। প্রশ্ন হলো- এ ধরনের কাজ করে একজন আইনজীবী যা উপার্জন করেন, সেটা কি হারাম ? আইনজীবী হিসেবে কাজ করার জন্য ইছলামে কি কোনরূপ শর্ত রয়েছে?উত্তর:- অন্যায় ও মন্দকে আশ্রয়-প্রশ্রয় দেয়া অত্যন্ত খারাপ কাজ (একজন অপরাধীকে অপরাধী জানা সত্ত্বেও তার সাফাই গাওয়া চরম মিথ্যাচার ব্যতীত কিছুই নয়। অথচ মিথ্যাচার হলো অন্যতম কাবীরাহ গুনাহ)। তাই মন্দকে আশ্রয়-প্রশ্রয় দানের কিংবা মিথ্যাচারের মাধ্যমে উপার্জিত অর্থ অবশ্যই হারাম। ক্বোরআনে কারীমে আল্লাহ  ইরশাদ করেছেন:-
وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ.১
অর্থাৎ- এবং তোমরা পাপ ও সীমালংঘনের কাজে এক অপরকে সহযোগিতা করো না।২
পক্ষান্তরে যদি ভালো ও কল্যাণ সংরক্ষণের জন্য এবং ন্যায় ও সত্যকে সাহায্যের জন্য ওকালতি করা হয়, তাহলে এটা অবশ্যই আবশ্যকীয় ও প্রশংসিত কাজ (সুতরাং এর দ্বারা উপার্জিত অর্থ হালাল)। ক্বোরআনে কারীমে আল্লাহ ইরশাদ করেছেন:-
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ.৩
অর্থাৎ- এবং তোমরা ভালো ও আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করো এবং তোমরা পাপ ও সীমালংঘনের কাজে এক অপরকে সহযোগিতা করো না।৪
সূত্র:- মাজমূ‘উল ফাতাওয়া লিশ্‌শাইখ ‘আব্দুল ‘আযীয ইবনু ‘আব্দিল্লাহ ইবনু বায o।
১. سورة المائدة- ٢
২. ছূরা আল মা-য়িদাহ- ২
৩. سورة المائدة- ٢
৪. ছূরা আল মা-য়িদাহ- ২