#উসামা_বিন_লাদেনের_ব্যাপারে_উলামাদের_মন্তব্য
কেউ কেউ কিছু তাকফীরী ও খারেজী জ্বরে আক্রান্ত ব্যক্তি দ্বারা ইমাম বিন বায, ইমাম উসাইমিন ও অন্যান্য সর্বজনস্বীকৃত হক্কানী উলামাদের ব্যাপারে প্রোপাগান্ডা চালাচ্ছে। সেই সব তাকফীরী ও খারেজী জ্বরে আক্রান্ত ব্যক্তিদের উদ্ধৃতিতে হক্কানী উলামাদেরকে উলামায়ে সু, দরবারী আলেম, মুনাফিক আখ্যা দিচ্ছে।
সর্বজনস্বীকৃত মূলনীতি হচ্ছে, একজন মাজরূহ বা দোষাবহ ব্যক্তির জারহ বা কারো ব্যাপারে খারাপ মন্তব্য গ্রহণযোগ্য নয়। জারহকারীর বা কারো ব্যাপারে খারাপ মন্তব্যকারীর মন্তব্য তখন গ্রহণযোগ্য হবে যখন সে ব্যক্তি নিজে গ্রহণযোগ্য হবে।
উল্লিখিত মূলনীতির আলোকে আমরা দেখবো যে, যারা ইমাম বিন বায, ইমাম উসাইমিন বা অন্যান্য হক্কানী আলেমদের ব্যাপারে মন্তব্য করেছে তারা কতটুকু গ্রহণযোগ্য। আজ আমরা উসামা বিন লাদেনের ব্যাপারে উলামাদের মন্তব্য দেখবো। কারণ, উসামা বিন লাদেন তাদের একজন যারা এসব হক্কানী আলেমদের ব্যাপারে খারাপ মন্তব্য করেছে। উসামা বিন লাদেনের ব্যাপারে নিম্নে কিছু আলেমের মন্তব্য তুলে ধরা হলঃ
© শাইখ সালেহ বিন আব্দুল আযীয আলুশ শাইখ হাফি.-
ﺃﻥ ﺑﻌﺾ ﺍﻟﻤﻌﻠﻤﻴﻦ ﻳُﻤﺠِّﺪ ﺃﺳﺎﻣﺔ ﺑﻦ ﻻﺩﻥ ( ! ) ؛ ﻭﻫﺬﺍ ﺧﻠﻞ ﻓﻲ ﻓﻬﻢ ﺍﻹﺳﻼﻡ
কিছু কিছু চিহ্নিত ব্যক্তি উসামা বিন লাদেনকে সম্মান দেয়। এটা মূলত ইসলাম ভালভাবে না বুঝার কারণে। ( দা’ওয়াহ পত্রিকা, সংখ্যা, ১৮২৬৩, যুল কা’দাহ , ১৪২২)
© শাইখ আহমাদ নাজমী রাহি.-
لا شك أن هؤلاء يعتبروا محدثين،و هؤلاء الذين آووهم داخلون في هذا الوعيد الذي قاله النبي صلى الله عليه وسلم واللعنة التيلعنها من فعل ذلك، (( لعن الله من آوى محدثاً ))
নিঃসন্দেহে তালেবান ও উসামা বিন লাদেন বিদ’আতীদের অন্তর্ভূক্ত। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদ’আতীদের ব্যাপারে যে শাস্তির কথা বলেছেন তারা তাদের অন্তর্গত এবং যে লানত করেছেন সে লানত তাদের ওপর বর্তাবে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সে বিদ’আতীকে প্রশ্রয় দেয় তার ওপর আল্লাহর লানত। (কালিমাতু হাক ফী উসামা বিন লাদেন, ১৮২-১৮৩)
© শাইখ মুকবিন বিন হাদী আল-ওয়াদিঈ ইয়ামী রাহি.-
أبرأ إلى الله من بن لادن فهو شؤم وبلاء على الأمة وأعمــاله شر.
আমি বিন লাদেন থেকে আল্লাহর কাছে মুক্ত ঘোষণা করছি। সে উম্মাহর জন্য অমঙ্গল ও বিপদ আর তার কর্মকাণ্ড জঘন্য। ( রায়ুল আম কুয়েতিয়া পত্রিকা, ১৯/১২/১৯৯৮, সংখ্যা, ১১৫০৩)
© ইমাম বিন বায রাহি.
أن أسامة بن لادن من المفسدين في الأرض، ويتحرى طرق الشر الفاسدة.
উসামা বিন লাদেন জমিনে ফাসাদ সৃষ্টিকারী। সে জঘন্য ফাসাদের পন্থা অন্বেষণকারী। ( মুসলিমূন পত্রিকা, ৯ জমাদিউল উলা, ১৪১৭)
ইনশাআল্লাহ আমরা পরবর্তী পোস্ট আবূ মুহাম্মাদ মাকদিসীকে নিয়ে।
লেখক– উস্তায আব্দুল্লাহ মাহমুদ হাফিঃ
শিক্ষক,মাদরাসাতুল হাদিস!
নাযিরাবাজার – ঢাকা।
কেউ কেউ কিছু তাকফীরী ও খারেজী জ্বরে আক্রান্ত ব্যক্তি দ্বারা ইমাম বিন বায, ইমাম উসাইমিন ও অন্যান্য সর্বজনস্বীকৃত হক্কানী উলামাদের ব্যাপারে প্রোপাগান্ডা চালাচ্ছে। সেই সব তাকফীরী ও খারেজী জ্বরে আক্রান্ত ব্যক্তিদের উদ্ধৃতিতে হক্কানী উলামাদেরকে উলামায়ে সু, দরবারী আলেম, মুনাফিক আখ্যা দিচ্ছে।
সর্বজনস্বীকৃত মূলনীতি হচ্ছে, একজন মাজরূহ বা দোষাবহ ব্যক্তির জারহ বা কারো ব্যাপারে খারাপ মন্তব্য গ্রহণযোগ্য নয়। জারহকারীর বা কারো ব্যাপারে খারাপ মন্তব্যকারীর মন্তব্য তখন গ্রহণযোগ্য হবে যখন সে ব্যক্তি নিজে গ্রহণযোগ্য হবে।
উল্লিখিত মূলনীতির আলোকে আমরা দেখবো যে, যারা ইমাম বিন বায, ইমাম উসাইমিন বা অন্যান্য হক্কানী আলেমদের ব্যাপারে মন্তব্য করেছে তারা কতটুকু গ্রহণযোগ্য। আজ আমরা উসামা বিন লাদেনের ব্যাপারে উলামাদের মন্তব্য দেখবো। কারণ, উসামা বিন লাদেন তাদের একজন যারা এসব হক্কানী আলেমদের ব্যাপারে খারাপ মন্তব্য করেছে। উসামা বিন লাদেনের ব্যাপারে নিম্নে কিছু আলেমের মন্তব্য তুলে ধরা হলঃ
© শাইখ সালেহ বিন আব্দুল আযীয আলুশ শাইখ হাফি.-
ﺃﻥ ﺑﻌﺾ ﺍﻟﻤﻌﻠﻤﻴﻦ ﻳُﻤﺠِّﺪ ﺃﺳﺎﻣﺔ ﺑﻦ ﻻﺩﻥ ( ! ) ؛ ﻭﻫﺬﺍ ﺧﻠﻞ ﻓﻲ ﻓﻬﻢ ﺍﻹﺳﻼﻡ
কিছু কিছু চিহ্নিত ব্যক্তি উসামা বিন লাদেনকে সম্মান দেয়। এটা মূলত ইসলাম ভালভাবে না বুঝার কারণে। ( দা’ওয়াহ পত্রিকা, সংখ্যা, ১৮২৬৩, যুল কা’দাহ , ১৪২২)
© শাইখ আহমাদ নাজমী রাহি.-
لا شك أن هؤلاء يعتبروا محدثين،و هؤلاء الذين آووهم داخلون في هذا الوعيد الذي قاله النبي صلى الله عليه وسلم واللعنة التيلعنها من فعل ذلك، (( لعن الله من آوى محدثاً ))
নিঃসন্দেহে তালেবান ও উসামা বিন লাদেন বিদ’আতীদের অন্তর্ভূক্ত। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদ’আতীদের ব্যাপারে যে শাস্তির কথা বলেছেন তারা তাদের অন্তর্গত এবং যে লানত করেছেন সে লানত তাদের ওপর বর্তাবে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সে বিদ’আতীকে প্রশ্রয় দেয় তার ওপর আল্লাহর লানত। (কালিমাতু হাক ফী উসামা বিন লাদেন, ১৮২-১৮৩)
© শাইখ মুকবিন বিন হাদী আল-ওয়াদিঈ ইয়ামী রাহি.-
أبرأ إلى الله من بن لادن فهو شؤم وبلاء على الأمة وأعمــاله شر.
আমি বিন লাদেন থেকে আল্লাহর কাছে মুক্ত ঘোষণা করছি। সে উম্মাহর জন্য অমঙ্গল ও বিপদ আর তার কর্মকাণ্ড জঘন্য। ( রায়ুল আম কুয়েতিয়া পত্রিকা, ১৯/১২/১৯৯৮, সংখ্যা, ১১৫০৩)
© ইমাম বিন বায রাহি.
أن أسامة بن لادن من المفسدين في الأرض، ويتحرى طرق الشر الفاسدة.
উসামা বিন লাদেন জমিনে ফাসাদ সৃষ্টিকারী। সে জঘন্য ফাসাদের পন্থা অন্বেষণকারী। ( মুসলিমূন পত্রিকা, ৯ জমাদিউল উলা, ১৪১৭)
ইনশাআল্লাহ আমরা পরবর্তী পোস্ট আবূ মুহাম্মাদ মাকদিসীকে নিয়ে।
লেখক– উস্তায আব্দুল্লাহ মাহমুদ হাফিঃ
শিক্ষক,মাদরাসাতুল হাদিস!
নাযিরাবাজার – ঢাকা।