- সালাতে হাত ওঠানো, ইমাম বুখারি রহঃ হাদিস নং 01 থেকে 40
- নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন sahih-akida.simplesite.com jannaterpoth.wildapricot.org
- সংক্ষিপ্ত বর্ণনাঃ অনেকের মধ্যে রফ’উল ইয়াদাইন সম্পর্কিত বিষয় নিয়ে বিভ্রান্তি রয়েছে যে, এটি ইসলামের পূর্ব যুগে ছিল কিন্তু পরবর্তী যুগে তা রহিত হয়ে যায়, আবার অনেকে বলে ইসলামের প্রাথমিক যুগের সাহাবিরা নাকি মূর্তি বগলে নিয়ে নামাজ আদায় করতেন তাই রসূল (স্বল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নাকি রফ’উল ইয়াদাইন করতেন যাতে মূর্তি গুলো পড়ে যায়। (নাউজুবিল্লাহ)
- যারা এসব বিভ্রান্তিকর কথা বলেন তারা কি এটা বুঝে বলেন যে ইসলামের প্রথম শ্রেণীর সাহাবীদের সম্পর্কে উনারা কি অপবাদ দিচ্ছে? আবু বকর, খাদিজা (রা) ইত্যাদি তারা মূর্তি নিয়ে নামাজ পরতেন? সূরা কাফিরুনের অর্থ কি তারা জানেন না? এই সূরা এর শানে নুজুল কি তারা জানেন না?
- আর সত্যি কথা বলতে তারা এসব কথা বলে তার স্বপক্ষে কোনো একটা হাদিস নাই যে সাহাবীরা মূর্তি নিয়ে নামাজ পড়তেন।
- বিখ্যাত হাদিস বিশারদ ইমাম আবু আবদুল্লাহ ঈমাম বুখারী রফ’উল ইয়াদাইন সম্পর্কিত আস্ত একটা বই লিখে গেছেন যেখানে তিনি প্রতি রফ’উল ইয়াদাইনে ১০টি নেকি হয় বলে দাবি করেছেন। আর ‘জুযউ রফ’উল ইয়াদাইন’ বইয়ে রফ’উল ইয়াদাইন যে রসূল (স্বল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) করেছেন তা প্রমাণ করার জন্যে তিনি যথেষ্ট পরিমাণ হাদিস উপস্থাপন করেছেন।
0 Comments