Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা 2019, পর্ব- ০৯


নারীরা কীভাবে ইতিকাফে বসবে? | আপনার জিজ্ঞাসা | Apnar Jiggasha Ramadan 2019 EP 09


এ প র্বে র স ব প্র শ্ন
  • ■ মানুষ কাউকে অভিশাপ দিলে কি অভিশাপ আসলেই লাগে? ■ আমার স্বামী অনেক ভালো, কিন্তু তাঁর যখন রাগ ওঠে তখন তাঁর কিছু খেয়াল থাকে না। একবার রাগের মাথায় সে আমাকে বলেই ফেলে যে আমাকে তালাক দেবে। পরে আবার মাথা ঠাণ্ডা হলে আমার কাছে ক্ষমা চায়। এতে কি কোনো সমস্যা হবে? ■ আমার যখন তিন মাস বয়স, তখন আমার বাবা ২য় বিয়ে করেন আর আমার মা আমাকে রেখে চলে যান। এর পর আমার ২য় মা এর পক্ষের নানি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। কিছুদিন আগে তিনি মারা গেছেন। এখন আমি তাঁর জন্য দোয়া করলে কি তাঁর কাজে লাগবে? ■ রাসুল (সা.)-এর তো কোনো ছেলে সন্তান ছিল না। তাহলে যারা নিজেদের আওলাদে রাসুল(সা.) বলে দাবি করেন তাদের দাবির ভিত্তি কী? ■ চার রাকাত সালাতের দ্বিতীয় রাকাতে ভুলে সালাম ফিরিয়ে ফেললে বাকি দুই রাকাত কীভাবে সম্পূর্ণ করব? ■ আমি বর্তমানে ৭ মাসের গর্ভবতী। আমি প্রায়ই মৃত মানুষকে দূঃস্বপ্নে দেখি। আমার বাবা মারা গেছেন প্রায় ১২/১৩ বছর আগে। তাঁকেও দুই-তিনদিন পর পরই স্বপ্নে দেখি। অন্যান্য মৃত আত্মীয়স্বজনকেও দেখি। এতে মাঝেমধ্যে আমি ভয় পাচ্ছি। এসব স্বপ্ন কেন দেখি বা এ ক্ষেত্রে আমার করণীয় কী? ■ কোরআন হাদিসে দোয়া বা মোনোজাতের অস্তিত্ব আছে কি না? ■ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজাও রাখি, কিন্তু তারাবি পড়ি না। এতে কি আমার রোজা হবে? ■ বিপদে পড়লে তো দোয়া করতে হবে। কিন্তু দোয়া কবুলের যত শর্ত সব তো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব না আবার আমাদের ঈমানও এতো মজবুত না যে সব শর্ত পূরণ করতে পারব। সে ক্ষেত্রে আমাদের দোয়া কীভাবে কবুল হবে? ■ আমার মা আমাদের বাসার মধ্যেই একটি কোণায় ইতিকাফে বসতে চায়। তিনি কীভাবে বসবেন? আর বাসার কোনো কাজ করতে পারবেন কি না? ■ আমার এক আত্মীয়র কাছে আমি কিছু টাকা পাওনা আছি। কিন্তু টাকাটা ফেরত না পাওয়ার আশঙ্কায় বেশি। আমাকে কি এই টাকার জাকাত দিতে হবে? ■ কিছুদিন আগে আমার ছোট দুই ভাই এর খাতনা হয়েছে। সে উপলক্ষে মানুষকে দাওয়াত করা হয়েছে। আমার ছোট ফুফু এসে তাদের গায়ে হলুদ দিয়েছে। আম পাতাসহ আরো বেশ কিছু জিনিস এনে বলেছে এতে মুসিবত দূর হয়। আমি এগুলো করতে নিষেধ করলেও কেউ আমার কথা শুনল না। এগুলোর আদৌ কি কোনো অর্থ আছে? ■ বর্তমান সময়ে ইউটিউবে দেখি বিভিন্ন ভিডিওতে কেয়ামতের আলামত নিয়ে কথা বলে। যেমন লাল গরু দেখা গেছে বা এ ধরনের বিভিন্ন কথা বলে। এগুলো কতটুকু সত্য? ■ এশার নামাজের সময় সম্পর্কে অনেকে বলেন রাত ১২টা পর্যন্ত, অনেকে বলেন ভোর ৬টা পর্যন্ত। আমরা কোনটা বিশ্বাস করব?

Post a Comment

0 Comments