Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৩৭

জুমার নামাজের সময় দোকান খোলা রাখা যায়? | আপনার জিজ্ঞাসা | পর্ব ডাঃ সাইফুল্লাহ মাদানি


Apnar Jiggasa | Dr. Mohammad Saifullh | EP 2236 | Islamic Talk Show এ প র্বে র স ব প্র শ্ন ■ আল্লাহতায়ালা জুমার নামাজের সময় বেচাবিক্রি নিষিদ্ধ করেছেন। অথচ আমরা প্রায়ই মসজিদে এমনকি মসজিদের সঙ্গে যে মার্কেট, যার মালিকানা মসজিদের, সেসমস্ত মার্কেটেও ধুমছে বেচাবিক্রি চলতে দেখি। কোথাও কোথাও দেখেছি খুতবা চলছে, একামত হয়ে যাচ্ছে, তারপরও দোকানের শাটার বন্ধ হয় না। এ ব্যাপারে মসজিদের ইমাম সাহেব কিংবা মসজিদ কমিটিকেও কিছু বলতে শুনি না। জুমার ফজিলত এবং জুমার নামাজের সয়ম বেচাবিক্রি যে নিষিদ্ধ এ ব্যাপারে কোরআন হাদিস মতে আপনাদের বক্তব্য জানতে চাই। ■ আমি কোরআন পড়তে পারি না, অনেক খারাপ লাগে। অন্য লোক আমার সামনে কোরআন তিলাওয়াত করে, মনে মনে ভাবি আমি কেন পারি না। চেষ্টা করছি শেখার জন্য কিন্তু মনে থাকে না। তাই নিজেকে অনেক অপরাধী মনে হয়।কিন্তু আমি কোরআনের বাংলা অনুবাদ সবসময় পড়ি এবং কোরআনে আল্লাহপাক কী বলেছেন জানার চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরআন ভালভাবে পড়তে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। ■ ওয়াদিয়ে জিন কি? এটি কি সত্যিই জিনদের এলাকা? নাকি আল্লাহপাকের কোনো বিশেষ নিদর্শন? NTV Popular Islamic Show | Apnar Jiggasa | In Bengali : আপনার জিজ্ঞাসা | Episode :2237 | Guest: Dr. Mohammad Saifullah | Presenter: Joynul Abedin Azad|

Post a Comment

0 Comments