Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৭৭

নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন
মসজিদে চপ্পল হারলে অন্যেরটা নিয়ে আসা যাবে|আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৭৭
এ প র্বে র স ব প্র শ্ন ■ আমার দুই ছেলে আর তাদের বাবা ঠিক মতো নামাজ পড়ে না। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। ওদের নামাজের জন্য কি আমি দায়ী হবো? ■ আমার কোনো ইনকাম নেই। স্বামীর কাছ থেকে না বলে কিছু টাকা নিয়ে জমা করে সংসারে খরচ করি ও ছেলেদের পড়ালেখার খরচ চালাই। এটা কি সঠিক হচ্ছে? ■ আমার ব্যাংকে ডিপিএসসহ ছয় লাখ টাকা আছে। এর জাকাত কি আমার সংসারে খরচ করতে পারব? মাঝেমধ্যে আমাদের সংসারের অবস্থা খুব খারাপ হয়, কারণ আমার স্বামী ছোটখাটো ব্যবসা করেন। ■ মসজিদে হেরেম ও মক্কা মদিনায়, মসজিদে নববীতে চপ্পল খুলে রেখে যায়, কিন্তু ফিরে এসে আর পায় না। আমার জন্য কি জায়েজ হবে অন্যের একজোড়া চপ্পল নিয়ে যাওয়া? ■ আমার এখানে বেশিরভাগ টয়লেটে বসে পেশাব করার সুযোগ নেই। তাহলে কি আমার জন্য দাঁড়িয়ে পেশাব করা জায়েজ হবে? ■ আমাদের গ্রামে কবর পূজা চলে, কবরে চাঁদর চড়ানো চলে, বাড়িতে মুরগি রুটি বানানো, এসব কাজ করা হয়ে থাকে, ওই কবরের নামে। আমি এগুলো থেকে নিষেধ করি। বলি এগুলো হারাম, নাজায়েজ কাজ। তাহলে ওই রুটি হালুয়া খাওয়া কি আমার জন্য জায়েজ হবে? ■ পরিপূর্ণভাবে ইসলাম মানা বলতে কী বোঝায়?

Post a Comment

0 Comments