Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৭৬

নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন
টিকাকে রোগের প্রতিরোধক মনে করা কি ঠিক? | আপনার জিজ্ঞাসা | পর্ব  ২২৭৬
এ প র্বে র স ব প্র শ্ন ■ কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মক্ষেত্রে নারী পুরুষ একসাথে কাজ করে, এমন প্রতিষ্ঠানে পড়াশোনা করা বা কাজ করা কি বৈধ হবে, যদি আমি নারীদের সাথে প্রয়োজনের অতিরিক্ত কথা না বলি এবং হারাম সম্পর্কে লিপ্ত হওয়া থেকে নিজেকে বিরত রাখি? ■ আমি স্নাতোকোত্তর পড়ছি, বেকার। আমি একটি মেয়েকে পছন্দ করি এবং মেয়েটিও আমাকে পছন্দ করে। আল্লাহ চাইলে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবো, এ ব্যাপারে আমরা একমত। এমনকি আমদের দুজনের পরিবারও আমাদের আগ্রহের ব্যাপারে অবহিত এবং আমাদের বিয়েতে তাঁদের সম্মতি আছে। কিন্তু সমস্যা হলো মেয়ের পরিবার তো কোনো বেকার ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে না। আর আমিও আমার মাকে বিভিন্নভাবে বিয়ের কথা বলেছি। আমার মা বলেছেন আমার চাকরি হওয়ার পর এবং আমার বড় ভাই, যে কি না আমার চেয়ে ছয় বছরের বড়, তাঁর বিয়ে হওয়ার পর আমার বিয়ে দেবেন। আমার প্রশ্ন হলো এমন জটিল পরিস্থিতিতে আমার কী করা উচিত? পবিরাকে না জানিয়ে গোপনে বিয়ে করে নেওয়া? সেটা ইসলামি শরিয়তে বৈধ হবে কি? উল্লেখ্য, আমরা ফোনে যোগাযোগ রাখি। এ থেকে বাঁচার উপায় কী? ■ নামাজে কি রাফউল ইয়াদাইন আবশ্যক? ■ রাতে ঘুমের মধ্যে অনেক সময় শরীর খারাপ হয়। তাতে কি গোসল করতে হবে, নাকি পরনের কাপড় পাল্টে নামাজ আদায় করা যাবে? ■ নফল বা সুন্নত নামাজ পড়তে কি সানা পড়তে হবে? ■ এশার ওয়াক্তে তিন রাকাত বিতিরের নামাজে দোয়া কুনুতের পরে অন্য কোনো সূরা যদি পড়ি, তাহলে কি আমার নামাজ হবে? ■ দুই সেজদার মাঝখানে কি কোনো দোয়া পড়তে হয়? ■ সতর্কতামূলক হেপাটাইটস বি, সি ও অন্যান্য রোগের টিকা নেওয়া, এগুলোকে রোগ প্রতিরোধক মনে করা কি ঠিক হবে? ■ খাবারর সাথে ব্রেন ভালো হওয়ার সম্পর্ক আছে কি, যেমন মিষ্টি, দুধ, ডিম খাওয়া? ■ তাকদিরের চারটি মূল বিষয় কী?

Post a Comment

0 Comments