১৯৭১ সালের ২০ হাজার টাকা দেনমোহর ২০১৯ সালে কত হবে? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৬১
এ প র্বে র স ব প্র শ্ন ■ দয়া করে মৃত ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন করা সম্পর্কে হাদিসটির রেফারেন্স দেবেন? ■ ছবি আঁকা হারাম কেন, ব্যাখ্যা দেবেন? ■ হজরত ইব্রাহিম (আ.)-এর পিতা কে ছিলেন? একটি গ্রন্থে পড়লাম হজরত ইব্রাহিম (আ.)-এর পিতা আজর ছিলেন না, তিনি ছিলেন তাঁর চাচা। বিষয়টি কোরআন-হাদিস মতে জানতে চাই। ■ এক হুজুর ওয়াজে বললেন, বুখারি শরিফের হাদিসে আছে, সবচেয়ে ছোট জান্নাত হবে ১১টা পৃথিবীর সমান, এ তথ্য কি ঠিক? ■ ১৯৭১ সালের ২৮ জানুয়ারি আমাদের বিয়ে হয়েছে। দেনমোহর ছিল ২০ হাজার ১ টাকা। সাড়ে সাত ভরি গয়না দেওয়া হয়েছিল বিয়েতে। তখন সোনার ভরি ছিল ১২০ থেকে ১২৫ টাকা। নিকাহনামায় সে বাবদ টাকা উশুল দেখানো হয়েছে। পরে আমার স্বামী আরো দুই থেকে আড়াই ভরি সোনার গয়না কিনে দিয়েছিলেন। পরবর্তী সময়ে দেনমোহরের কথা উঠলে তিনি বলেন, ‘তোমার দেনমোহর হয়ে গেছে।’ উল্লেখ্য, তিনি দেনমোহর বাবদ কোনো টাকাপয়সা দেননি। আমি প্রায়ই তাঁকে ‘তোমার দেনমোহর তুমি পরিশোধ করোনি’, এই মর্মে অভিযোগ করি। কিন্তু তাঁর একই উত্তর, ‘তোমার দেনমোহর আমি দিয়েছি।’ আমার জিজ্ঞাস্য কবে, কখন, কত টাকা তিনি দিলেন, যা আমাকে জানানো হয়নি? এখন আমার কী করণীয় এবং সেই ১৯৭১ সালের ২০ হাজার ১ টাকা ২০১৯ সালে ডাইভার্ট হয়ে কী পরিমাণ অর্থ দাঁড়াবে? ■ সুরা বাকারাহ ও সুরা আল ইমরানের কী ফজিলত সহিহ হাদিসে সাব্যস্ত হয়েছে, একটু বুঝিয়ে বলবেন? ওই হাদিসের ওপর আমরা কীভাবে আমল করব? ■ পবিত্র কোরআন সবচেয়ে কম কত দিনের মধ্যে খতম দেওয়া যায়? ■ আবেদ হোসাইন, সাজেদ হোসাইন, সাজেদ হাসান ইত্যাদির অর্থ দাঁড়ায় হোসাইনের ইবাদতকারী বা হোসেনের সেজদাকারী। এ ধরনের নাম রাখা কি হারাম?
এ প র্বে র স ব প্র শ্ন ■ দয়া করে মৃত ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন করা সম্পর্কে হাদিসটির রেফারেন্স দেবেন? ■ ছবি আঁকা হারাম কেন, ব্যাখ্যা দেবেন? ■ হজরত ইব্রাহিম (আ.)-এর পিতা কে ছিলেন? একটি গ্রন্থে পড়লাম হজরত ইব্রাহিম (আ.)-এর পিতা আজর ছিলেন না, তিনি ছিলেন তাঁর চাচা। বিষয়টি কোরআন-হাদিস মতে জানতে চাই। ■ এক হুজুর ওয়াজে বললেন, বুখারি শরিফের হাদিসে আছে, সবচেয়ে ছোট জান্নাত হবে ১১টা পৃথিবীর সমান, এ তথ্য কি ঠিক? ■ ১৯৭১ সালের ২৮ জানুয়ারি আমাদের বিয়ে হয়েছে। দেনমোহর ছিল ২০ হাজার ১ টাকা। সাড়ে সাত ভরি গয়না দেওয়া হয়েছিল বিয়েতে। তখন সোনার ভরি ছিল ১২০ থেকে ১২৫ টাকা। নিকাহনামায় সে বাবদ টাকা উশুল দেখানো হয়েছে। পরে আমার স্বামী আরো দুই থেকে আড়াই ভরি সোনার গয়না কিনে দিয়েছিলেন। পরবর্তী সময়ে দেনমোহরের কথা উঠলে তিনি বলেন, ‘তোমার দেনমোহর হয়ে গেছে।’ উল্লেখ্য, তিনি দেনমোহর বাবদ কোনো টাকাপয়সা দেননি। আমি প্রায়ই তাঁকে ‘তোমার দেনমোহর তুমি পরিশোধ করোনি’, এই মর্মে অভিযোগ করি। কিন্তু তাঁর একই উত্তর, ‘তোমার দেনমোহর আমি দিয়েছি।’ আমার জিজ্ঞাস্য কবে, কখন, কত টাকা তিনি দিলেন, যা আমাকে জানানো হয়নি? এখন আমার কী করণীয় এবং সেই ১৯৭১ সালের ২০ হাজার ১ টাকা ২০১৯ সালে ডাইভার্ট হয়ে কী পরিমাণ অর্থ দাঁড়াবে? ■ সুরা বাকারাহ ও সুরা আল ইমরানের কী ফজিলত সহিহ হাদিসে সাব্যস্ত হয়েছে, একটু বুঝিয়ে বলবেন? ওই হাদিসের ওপর আমরা কীভাবে আমল করব? ■ পবিত্র কোরআন সবচেয়ে কম কত দিনের মধ্যে খতম দেওয়া যায়? ■ আবেদ হোসাইন, সাজেদ হোসাইন, সাজেদ হাসান ইত্যাদির অর্থ দাঁড়ায় হোসাইনের ইবাদতকারী বা হোসেনের সেজদাকারী। এ ধরনের নাম রাখা কি হারাম?
0 Comments