Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

নিজেকে সালাফী বা আছারী বলে?


যুগশ্রেষ্ঠ ফাক্বীহ, আল-মুহাদ্দিস, আল-মুহাক্বক্বিক্ব, আল-মুজাদ্দিদ, শাইখুল ইসলাম, ইমাম ‘আব্দুল ‘আযীয বিন ‘আব্দুল্লাহ বিন বায (রাহিমাহুল্লাহ) কে প্রশ্ন করা হয়েছে,
ما تقول فيمن تسمى بالسلفي والأثري، هل هي تزكية؟
“তার ব্যাপারে আপনি কী বলেন, যে নিজেকে সালাফী বা আছারী বলে? এটা কি নিজেকে নিজে তাযকিয়্যাহ দেয়া বা আত্মপ্রশংসা?”
তিনি (রাহিমাহুল্লাহ) জবাবে বলেছেন,
إذا كان صادقًا أنه أثري أو أنه سلفي لا بأس، مثل ما كان السلف يقول: فلان سلفي، فلان أثري، تزكية لا بد منها، تزكية واجبة.
“যখন সে (তার এই দাবিতে) সত্যবাদী হয়ে থাকে যে, সে একজন সালাফী, তাহলে এতে কোনো ক্ষতি নেই। এটি হলো সালাফরা যা বলতেন তার অনুরূপ, ‘অমুক হলো সালাফী, আর অমুক হলো আছারী।’ এটি এমন তাযকিয়্যাহ যা জরুরি, এটি এমন তাযকিয়্যাহ যা ওয়াজিব।”
·
তথ্যসূত্র:
‘হাক্বকুল মুসলিম’– শীর্ষক লেকচার ক্লিপ; তাং: ১৬ই মুহাররাম, ১৪১৩ হিজরী; স্থান: ত্বা’ইফ, সৌদি আরব; গৃহীত: ইমাম সালিহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ), আল-আজউয়িবাতুল মুফীদাহ ‘আন আসইলাতিল মানাহিজিল জাদীদাহ; পৃষ্ঠা: ৩৭; দারুল মিনহাজ, কায়রো কর্তৃক প্রকাশিত; সন: ১৪২৪ হিজরী (৩য় প্রকাশ)।
·
সোর্স: salafipublications.com
·
অনুবাদক: রিফাত রাহমান সিয়াম
www.facebook.com/SunniSalafiAthari

Post a Comment

0 Comments