Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

তুর্কি_রমজান_সমাচার ও বর্তমান বিশ্ববাস্তবতা

Image may contain: 4 people, people smiling, people sitting and indoor

#তুর্কি_রমজান_সমাচার ও বর্তমান বিশ্ববাস্তবতা

তার্কিতে আসার পর সচরাচর ভালো একটি পরিবেশে থাকি বিধায় আমরা পুরো তুরস্ককে সেভাবে ভাবি। তুরস্কের মানুষ যেকোন আইডিওলজির হোক না কেন, তাদের মধ্যে অধিকাংশ লোকই জুম'আর নামায আদায় করে এবং রমজানের রোযা রাখে। 
বয়স্ক মানুষেরা তো এমনিতেই রোযা রাখে। তবে যুবকদের ব্যাপারে জানতে চাইলে আপনাকে ভার্সিটি যেতে হবে। ভার্সিটিতে ঘুরাফেরা করলে দেখবেন যে, রমজান মাসেও ওদের চলাফেরা সম্পূর্ণ ওয়েস্টার্ন অথবা সেমি-ওয়েস্টার্ন এবং তা অতি স্বাভাবিক এই নতুন সমাজে, কিন্তু রোজা ঠিকই রেখেছে!!!
ক্লাসমেট কেউ এসে যখন আপনাকে জিজ্ঞেস করে আপনি রোযা রেখেছেন কিনা?? আপনিও অবাক হবেন প্রশ্ন শোনে!! কেননা যে জিজ্ঞেস করছে তার পরিধানে মিনিস্কার্ট। তার ড্রেস'আপ ও চলাফেরায় রোজা রেখেছে বলে মনেই হবে না। মূলত ওদের মধ্যে রোজার মর্ম সম্পর্কে অনুভূতিই নেই। 
অনেকে পরীক্ষার কারণে রোজা রাখে না, কিন্তু যখন দেখে আপনি রোজাদার আপনার কাছে এসে দোয়া চাইবে যেন এক্সাম টা ভালো হয়।। ক্লাসমেটগুলো দেখলাম রোযা রেখেছে ঠিকই, কিন্তু প্রেমিকাকে নিয়ে গাছের নীচে বসে আছে অন্তরঙ্গভাবে।।
#হিজাব_পরিধান করে আছে, রোজাও রেখেছে, কিন্তু প্রেমিককে জড়িয়ে ধরে আছে মেট্রোর দরজায়। ফ্রেঞ্চ কিসও দেয়া হচ্ছে মাঝেমধ্যে।।
রেস্টুরেন্টে ইফতারের টেবিলে সবধরণের মানুষ বসে আছে আযানের অপেক্ষায়। বাংলাদেশ থেকে নতুন কেউ তুর্কিতে পা দেয়ার পর রেস্টুরেন্টের ভেতরকার ইফতারের পরিবেশ দেখার পর আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে।। হিজাবী ওয়েস্টার্ন ড্রেস পরিধানকারী সবাই ইফতারের অপেক্ষায় বসে আছে।।
তার্কিতে হিজাব মূলত একটা ফ্যাশন। প্রথম প্রথম আপনিও ধোকা খেয়ে যাবেন হিজাব দেখে।। কারণ এতো ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে দুএকটা হিজাব চক্ষু শীতল করে দেয়। কিন্তু পরক্ষণেই ইফতারের পর সেই হিজাবীকে যখন সিগারেটে সুখটান দিতে দেখবেন তখন আপনার শীতল চক্ষুতে একধরণের পেইন অনুভব করবেন।।
#তুরস্কের_রমজান_এরকম_এত_বিদঘুটে_কেন?? 
সে প্রশ্নের উত্তর খুজতে গিয়ে দেখলাম- সতিকার অর্থে এ অবস্থার পেছনে মোস্তফা কামাল আতাতুর্ক কর্তৃক তুরস্কে প্রয়োগকৃত ফ্রেঞ্চ সেক্যুলারিজমের যতখানি না অবদান, তারচেয়ে বেশি অবদান হচ্ছে ১৯৫০ পরবর্তী লিবারেল-সেক্যুলার ইসলাম।। তবে বিগত ১৫ বছরে সবচেয়ে বেশি রূপান্তর হয়েছে।।। 
সেদিন একজন বিশেষজ্ঞ বলছিলেন- বিশ্বের মুসলিমরা ফ্রেঞ্চ সেক্যুলারিজমকে যতখানি না ঘৃণা করে ততখানি পছন্দ করে বৃটিশদের লিবারেল-সেক্যুলারিজমকে। ফ্রেঞ্চ সেক্যুলারিজম ইসলামের প্রকাশ্য বিরোধিতা করে অন্যদিকে বৃটিশদের টা আপনাকে উদারতা দেখাবে ঠিকই, তবে আপনার ভেতরকার রূহকে সমূলে নষ্ট করে দেবে। ৫০ এর পর থেকে মূলত সেই বৃটিশ লিবারেল-সেক্যুলারিজম এর প্রভাব বাড়তে শুরু করে এবং বর্তমানে তুরস্কে তা সর্বোচ্চ শিখরে অবস্থান করছে। বর্তমান সময়ে তুরস্কের সামান্য হাক-ডাক বা বৃহৎ মসজিদ নির্মাণকে যদি আপনি ইসলামাইজেশন ভেবে থাকেন তাহলে আপনি ফ্যান্টাসির জগতে বসবাস করছেন। 
মূলত এসব হচ্ছে এক সেক্যুলার জগত থেকে অপর সেক্যুলার জগতের রূপান্তর। কেননা ভেতরটা ফাকা।।
এই লিবারেল-সেক্যুলাজিম স্বাধীনতার নামে অবাধ স্বাধীনতা প্রদান করে যা আপনার আধ্যাত্মিক আখলাকি রুহকে শেষ করে দেয়।। এর ফলাফল হচ্ছে এরকম বিদঘুটে রমজান।
#এই_লিবারেল_সেক্যুলার আদর্শে গড়ে উঠা আপনি
-রমজানে রোজা রাখবেন ঠিকই কিন্তু রোজার আধ্যাত্মিকতা আপনার ভেতর থেকে চলে যাবে।। 
-হিজাবের জন্যও আর্ত-চিৎকার করবেন ও আদায়ও করে নিবেন এবং মাথায় ঠুনকো এক স্টাইলিশ হিজাব পরিধান করে ইসলাম পালন শেষ হয়েছে বলে মনে করবেন, অপরদিকে সিগারেটে সুখটান দিয়ে সমস্ত পাব্লিকের সামনে প্রেমিককে ফ্রেঞ্চ কিস দিবেন। 
- বড় বড় মসজিদ নির্মাণকে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র ভিত্তি হিসেবে ধরবেন অথচ মসজিদ ফাকা ও শূন্য অবস্থায় পড়ে থাকবে।
- নেতার কুর'আন তেলাওয়াত শুনেই আত্মতুষ্টি তে ভুগবেন অথচ তারই দ্বারা মানুষ হত্যায় মদদ ও দুর্নীতিকে বলবেন এসব যুগের প্রয়োজন ও প্র‍্যাগমেটিক পদক্ষেপ।
সোজা কথায় তা আপনাকে বাহ্যিক জিনিসের উপর জোর প্রয়োগ করবে এবং এটাকেই মুখ্য হিসেবে প্রতিষ্ঠিত করবে।
এভাবে তা আপনার রূহকে এমনভাবে বিনষ্ট করবে আপনি নিজেও জানবেন না অথচ আপনি আত্মতৃপ্তির ঢেকুর তুলবেন।
গতবছর ইসলামিক স্টাডিজের এক প্রফেসরের কাছে গিয়েছিলাম একজন অতিথিকে নিয়ে সাক্ষাত করতে। অতিথি জিজ্ঞেস করেছিলেন- "তার্কিতে ইসলামের খুব শীঘ্রই উত্থানের সম্ভাবনা আছে কি?? সবই তো আপনাদের অনুকূলে।" 
সেই প্রফেসর আমাদেরকে উত্তর দিলেন- "অনুকূলে তো ১৯৫০ সালের পর থেকেই বলা যায়। কিন্তু চারিদিকে অবস্থা দেখেন। কয়েকজন ছাত্রীকে দেখিয়ে বলছিলেন ওরা হচ্ছে আমার ডিপার্টমেন্ট ইলাহিয়াতের(ইসলামিক স্টাডিজের) ছাত্রী। ওদের পোশাকে ও আচরণে যদি আপনারা মনে করেন ওরা সঠিক শিক্ষা নিয়ে গড়ে উঠছে তাহলে হতে পারে। 
সোজা উত্তর হচ্ছে, হবে না। কারণ আজকের মসজিদের প্রত্যেক ইমামগুলো ইসলামিক স্টাডিজ পড়ে ইমাম হয়েছে শুধুমাত্র ভালো বেতনের আশায়। অধিকাংশরাই আজ সেদিকে ঝুঁকছে। এই যে ওয়েস্টার্ন ড্রেস পরিধানকারী দেখছেন ওরাও এই সাবজেক্ট পড়ছে কারণ সরকারী চাকরির ক্ষেত্রে অনেক সুবিধা হয় তাই।"
আমরা সেদিন উনার এরকম তীব্র রিএকশন দেখে আর কোন প্রশ্ন করতে পারি নি।
সেদিন একজন ফিলোসোফার বলছিলেন- তার্কিতে ৬০-৭০ দশকের আখলাকি চেতনা এখন প্রায় বিলীন হয়ে গিয়েছে। আখলাকী অন্তঃসার শূন্য একটি সমাজ বেচে আছে বর্তমানে।। একটি জাতির মূল শক্তি হচ্ছে আখলাকী শক্তি, তা যখন ভেঙ্গে পড়বে তখন সেই জাতি তার আপন শক্তি খুইয়ে বসে। তুরস্ক আজ সেই অবস্থার একেবারে শেষ প্রান্তে অবস্থান করছে।।।
শুধু তুর্কি না প্রত্যেক মুসলিম দেশেই এর প্রকোপ দিন দিন বেড়েই চলছে।।।।
আল্লাহ হেফাজত করুন সবাইকে।।

Post a Comment

0 Comments