Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা | পর্ব ২৩০০

ঘরে কবুতর বাসা বানালে কি মঙ্গল হয়? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২৩০০
এ প র্বে র স ব প্র শ্ন ■ সালাত সম্পর্কে বিস্তারিত জানতে কোন বইটি পড়ব? ■ আমার বাবা মারা গেছেন ৯ বছর আগে। তাঁর কিছু ঋণ আছে। আপনাদের অনুষ্ঠান থেকে জানতে পারি যে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা থাকলে জাকাত দিতে হয়। সে অনুযায়ী আমরা গত বছর জাকাত দিয়েছিলাম। আমাদের আর্থিক অবস্থা এতটা স্বচ্ছল নয় যে আমরা জাকাত এবং ঋণ একসাথে দিতে পারব। এ বছর যদি আমরা জাকাত না দিয়ে আমার বাবার ঋণ পরিশোধ করি, তাহলে সেটা কি শরিয়ত সম্মত হবে? ■ আমার মা রিজিক বৃদ্ধির জন্য সকাল-সন্ধ্যা ইয়া আল্লাহু ১০০ বার, ইয়া রাজ্জাকু ১০০ বার পড়েন। এটা কি ঠিক আছে? ■ আমি একটি অফিসে চাকরি করছি, যেখানে মেয়েদের নামাজের আলাদা কোনো জায়গা নেই এবং অফিসের পুরুষ কলিগদের কেউ তেমন নামাজ পড়েন না। আমাকে বাধ্য হয়ে তাঁদের সামনেই রুমের একটি কোণায় নামাজ পড়তে হয়। পুরুষের সামনে নামাজ পড়ায় আমার নামাজ কি হচ্ছে? ■ আমার বড় খালা গ্রামে থাকেন। উনার বাসায় কবুতর এসে বাসা বানায়। রুমের ভেতরে কবুতরের উচ্ছিষ্ট পড়ে। আমার খালা কবুতরের বাসা ভাঙতে চাইলে গ্রামের মুরুব্বিরা বলেন, কবুতর যার ঘরে বাসা বাঁধে, তাঁর নাকি ভালো হয়। এসব বলে তাঁরা কবুতরের বাসা ভাঙতে দেন না। এক্ষেত্রে আমার খালার করণীয় কী? ■ আমার বন্ধুরা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছে। সেই গাড়ি আমার চালানো বা গাড়িতে ঘুরতে যাওয়া কি আমার উচিত হবে? সুদ নেওয়া ও দেওয়া দুটোই ইসলামে হারাম। যদি আমি জানি ঋণের গাড়ি তাহলে কি আমার ভাড়া দিয়ে চড়া উচিত হবে? ■ তারাবির নামাজ কি দু্ই রাকাত নফল নামাজের মতো পড়া যায়, নাকি বিশেষ কোনো দোয়া আছে? ■ ‘যদি’ শব্দটি কি কোনোদিন ব্যবহার করতে পারব না, যেহেতু শিরক হয়? ■ মুসলিম লেখকগণ তাঁদের লেখা আল্লাহুতায়ালা ব্যতীত অন্য কাউকে উৎসর্গ করলে কি শিরকের মধ্যে পড়বে?

Post a Comment

0 Comments