বিসমিল্লাহ লেখা বই-খাতা কীভাবে সংরক্ষণ করব? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৯৯
এ প র্বে র স ব প্র শ্ন ■ আমার বয়স ২৭ বছর। এ বয়সেই আমার ডায়াবেটিস ও হরমোনের সমস্যা। দেশের ডাক্তার বলেছেন আমি যত দিন বাঁচব, তত দিন আমাকে ওষুধ খেতে হবে। আমি এখনো বিয়ে করিনি। এখন আমার প্রশ্ন হলো আমি কি বিয়ে করব? ■ আমি যখন রাতে ঘুমাই, স্বপ্নের কারণে আমার ঘুম হয় না। এখন আমি কী করব? ■ রোজা অবস্থায় শরীরের কোনো ক্ষতে মলম লাগালে রোজার কোনো ক্ষতি হয় কি? ■ আমাদের চারপাশে পোস্টার, পত্রিকা, শপিং ব্যাগ, কার্ডসহ বিভিন্ন জায়গায় ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ লেখা থাকতে দেখা যায়। বিভিন্ন দিবসে বরেণ্য ব্যক্তিদের বক্তব্য সংবলিত ক্রোড়পত্রে পবিত্র বাক্য আরবিতে পত্রিকাগুলোতে দেখা যায়। পরবর্তিতে এই পত্রিকা, পোস্টার, ব্যাগ বা কার্ডগুলো বিশেষভাবে সংরক্ষণ করা তো হয়ই না, অনেক সময় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এ রকম পত্রিকা, শপিং ব্যাগ বা কার্ড আমাদের কাছে এলে আমাদের করণীয় কী? ■ বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে, নামাজ বা কোরআন শিক্ষার বইয়ে যে সূরাসমূহ থাকে সেগুলো কি অজু ছাড়া বা অপবিত্র অবস্থায় ধরা বা পড়া যায়? ■ আমার আনেক বই খাতায় আমি ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ লিখতাম। এদের সংখ্যা এখন অনেক হয়ে গেছে। এতগুলো বই খাতার বিশেষ সংরক্ষণ তো বেশ কঠিন। তাই সাধারণ বইয়ের মতো ওগুলোকে রাখলে বা ব্যবহার করলে কি গুনাহ হবে? যদি খাটের নিচে বা ট্রাংকের ভিতরে রাখা হয় তাহলে কি সমস্যা হবে? ■ কোরআন হাদিস আছে এমন মোবাইলে কি প্রয়োজনে টয়লেটে কল রিসিভ করা যাবে? ■ কোরআন হাদিস আছে এমন মোবাইল কি অপবিত্র অবস্থায়, হায়েজ অবস্থায় বোরখার পকেটে রাখা যাবে? ■ ঘরের সাথে অ্যাটাচড টয়লেট, যার দরজা ঘরের ভেতরে, এমন ঘরের ভেতরে কেউ নামাজ পড়া অবস্থায় কি অন্য কেউ টয়লেটের দরজা খুলে ভেতরে যেতে পারবে? ■ ১০০ টাকার প্রাইজবন্ডে যেখানে ড্র জিতে লক্ষ টাকা পাওয়া যায়, এমন প্রাইজবন্ড কেনা কি জায়েজ? ■ পিতার সম্পত্তি যদি কন্যা তার স্বামীর অনুমতি ছাড়া ভাইদের লিখে দেয়, তবে কি পিতার কোনো সমস্যা হবে? স্ত্রী জীবিত থাকা অবস্থায় কি শ্বশুরের সম্পত্তিতে মেয়ের জামাইয়ের অধিকার আছে?
এ প র্বে র স ব প্র শ্ন ■ আমার বয়স ২৭ বছর। এ বয়সেই আমার ডায়াবেটিস ও হরমোনের সমস্যা। দেশের ডাক্তার বলেছেন আমি যত দিন বাঁচব, তত দিন আমাকে ওষুধ খেতে হবে। আমি এখনো বিয়ে করিনি। এখন আমার প্রশ্ন হলো আমি কি বিয়ে করব? ■ আমি যখন রাতে ঘুমাই, স্বপ্নের কারণে আমার ঘুম হয় না। এখন আমি কী করব? ■ রোজা অবস্থায় শরীরের কোনো ক্ষতে মলম লাগালে রোজার কোনো ক্ষতি হয় কি? ■ আমাদের চারপাশে পোস্টার, পত্রিকা, শপিং ব্যাগ, কার্ডসহ বিভিন্ন জায়গায় ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ লেখা থাকতে দেখা যায়। বিভিন্ন দিবসে বরেণ্য ব্যক্তিদের বক্তব্য সংবলিত ক্রোড়পত্রে পবিত্র বাক্য আরবিতে পত্রিকাগুলোতে দেখা যায়। পরবর্তিতে এই পত্রিকা, পোস্টার, ব্যাগ বা কার্ডগুলো বিশেষভাবে সংরক্ষণ করা তো হয়ই না, অনেক সময় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এ রকম পত্রিকা, শপিং ব্যাগ বা কার্ড আমাদের কাছে এলে আমাদের করণীয় কী? ■ বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে, নামাজ বা কোরআন শিক্ষার বইয়ে যে সূরাসমূহ থাকে সেগুলো কি অজু ছাড়া বা অপবিত্র অবস্থায় ধরা বা পড়া যায়? ■ আমার আনেক বই খাতায় আমি ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ লিখতাম। এদের সংখ্যা এখন অনেক হয়ে গেছে। এতগুলো বই খাতার বিশেষ সংরক্ষণ তো বেশ কঠিন। তাই সাধারণ বইয়ের মতো ওগুলোকে রাখলে বা ব্যবহার করলে কি গুনাহ হবে? যদি খাটের নিচে বা ট্রাংকের ভিতরে রাখা হয় তাহলে কি সমস্যা হবে? ■ কোরআন হাদিস আছে এমন মোবাইলে কি প্রয়োজনে টয়লেটে কল রিসিভ করা যাবে? ■ কোরআন হাদিস আছে এমন মোবাইল কি অপবিত্র অবস্থায়, হায়েজ অবস্থায় বোরখার পকেটে রাখা যাবে? ■ ঘরের সাথে অ্যাটাচড টয়লেট, যার দরজা ঘরের ভেতরে, এমন ঘরের ভেতরে কেউ নামাজ পড়া অবস্থায় কি অন্য কেউ টয়লেটের দরজা খুলে ভেতরে যেতে পারবে? ■ ১০০ টাকার প্রাইজবন্ডে যেখানে ড্র জিতে লক্ষ টাকা পাওয়া যায়, এমন প্রাইজবন্ড কেনা কি জায়েজ? ■ পিতার সম্পত্তি যদি কন্যা তার স্বামীর অনুমতি ছাড়া ভাইদের লিখে দেয়, তবে কি পিতার কোনো সমস্যা হবে? স্ত্রী জীবিত থাকা অবস্থায় কি শ্বশুরের সম্পত্তিতে মেয়ের জামাইয়ের অধিকার আছে?
0 Comments