Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৬৮

নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আলোচোখ- ডাঃ সাইফুল্লাহ মাদানি লজ্জাস্থানে হাত লাগলে কি অজু নষ্ট হবে? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৬৮
এ প র্বে র স ব প্র শ্ন ■ পরিপূর্ণ পবিত্র হওয়ার জন্য যদি প্রথমে গড়গড়া করে কুলি করি, নাকের ভেতর পানি দিয়ে আপাদমস্তক পানি দিলে কি পবিত্রতা হাসিল হয় না? উপরোক্ত পবিত্রতা দিয়ে কি নামাজ, তিলাওয়াত করা যাবে না? নাকি পুনরায় অজু করে নিতে হবে? ■ প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা মৃত্যুযন্ত্রণা থেকে রেহাই পাওয়ার উপায়, এ হাদিসটি কি সহিহ? আর কখন পাঠ করতে হবে? ফরজ সালাতের পরপরই, নাকি সুন্নত-নফল-বিতর সব শেষ করার পর? ■ স্ত্রী যদি চাকরি করে তাঁর উপার্জনের টাকা থেকে দান-সদকা, কর্জ করলে বা বাবা-মা, আত্মীয়দের দিলে কি স্বামীর অনুমতি প্রয়োজন হবে? ■ স্ত্রীর মোহরানার টাকা পরিশোধ না করে সারাজীবন কাটিয়ে দেওয়ার ব্যাপারে শরিয়তের বিধান কী? ■ নাপাক শরীরে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সেজদায় গেলে কি সেই ব্যক্তি কাফের হয়ে যাবে? ■ অজু অবস্থায় ইচ্ছায় বা অনিচ্ছায় নিজের লজ্জাস্থানে হাত লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে? ■ মৃত ব্যক্তির জন্য আপনজনরা মাইয়াতকে কবরস্থ না করা পর্যন্ত কী কী করা জায়েজ? কোরআন তিলাওয়াত করা, কালেমা ৭০ হাজার বার বা সোয়া লক্ষ বার পাঠ করা, ২১ বার সূরা ইয়াসিন তিলাওয়াত করা—এসব আমল কি মাইয়াতের উপকারে আসে? ■ আমার বাবা-মা মারা গেছেন, তাঁদের আমল বন্ধ হয়ে গেছে। সন্তান হিসেবে প্রতিদিন কী আমল করলে কবরে তাঁরা উপকৃত হতে পারবেন? ■ হজ, ওমরাহ ও জিয়ারত পুস্তিকায় জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করার কথা লিখেছে। দাঁড়িয়ে পান করা সঠিক নাকি ভুল? ■ ‘আমার আয়াতকে তোমরা কম দামে বিক্রি করো না’—এটি কোরআনের আয়াত, নাকি হাদিস? আর কম দামে বিক্রি করার ব্যাখ্যা কী? ■ বিগত জীবনে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় যে কত নামাজ বাদ দিয়েছি, তার সঠিক হিসাব নেই। যখন বুঝতে পারি, সালাতুত তওবা নামাজ আদায় করে আর ইচ্ছা করে নামাজ কাজা করি না। অনিচ্ছাকৃত কাজা হয়ে গেলে কাজা আদায় করে ওয়াক্তিয়া নামাজ আদায় করি। এখন প্রশ্ন হচ্ছে, ফেলে আসা নামাজের হিসাব কীভাবে দেবো? উমরি কাজা করে? উমরি কাজার ব্যাখ্যা জানতে চাই। আর রোজার ব্যাপারে যদি প্রতি সোম বৃহস্পতিবার ফরজ রোজার কাজা করি তাহলে কি বিশেষ বারের ফজিলত পাওয়া যাবে?

Post a Comment

0 Comments