Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৬৯

নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আলোচোখ- ডাঃ সাইফুল্লাহ মাদানি স্বামীকে ‘আদরের বাচ্চা’ বলে ডাকা কি ঠিক? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৬৯
এ প র্বে র স ব প্র শ্ন ■ যদি আমি ফরজ নামাজ একা পড়ি, তাহলে কি শব্দ করে পড়তে হবে এবং ইকামত দিতে হবে? ■ এখন এ দুনিয়াতে যা কিছু হচ্ছে বা ঘটছে, যেমন— চুরি, ডাকাতি, রাস্তায় গাড়ি দুর্ঘটনা অন্য সব কিছু, এগুলো কি আল্লাহর হুকুমেই হচ্ছে? ■ আমার মা একজন খাঁটি গ্রামের মানুষ। সহজ সরল স্বভাবের একজন অশিক্ষিত মানুষ। অতি আবেগী, ইসলাম ধর্ম সম্পর্কে বেশি কিছু জানেন না। তবে আমি দেখেছি আমার মাকে জায়নামাজে বসে অনেক অনেক কাঁদতে। এ ছাড়া ছোটকালে যখন আমি রাতে মায়ের সাথে ঘুমাতাম, তখন শুনতাম আমার মা খুব অল্প আওয়াজ করে গজল গায়তেন আর কান্না করতেন। জিজ্ঞেস করলে মা বলতেন, ‘অন্ধকার কবরের আজাবের কথা ভেবে কাঁদি’। ইসলাম ধর্মের প্রতি মায়ের ভালোবাসা অতুলনীয়, তবে তাঁর ব্রেন ওয়াশ করেছে কিছু মানুষ। আমার মাকে বুঝিয়েছে, চন্দ্রপাড়া নাকি সবকিছু (নউজুবিল্লাহ)। এখন আমার মা খুব সহজেই কিছু বিষয়ে শিরক করেন। আমার মাসহ আরো যারা আছেন, তারা মনে করেন যা কিছু হচ্ছে দুনিয়াতে, সবকিছু নাকি তাদের পীর সাহেব দেখতে ও শুনতে পান (নাউজুবিল্লাহ)। আমার প্রশ্ন— এ ধরনের আকিদায় বিশ্বাস করলে কী পরিণতি হবে? আমার মাকে কীভাবে ওখানে যাওয়া থেকে ফেরাব? বাংলাদেশ থেকে ওই সব ভণ্ডকে বিতাড়িত করা যায় না? এসবের পরও আমি আমার মায়ের সাথে কিরূপ ব্যবহার করব? এ অবস্থায় যদি আমর মা মারা যান, তাহলে তাঁর কী হবে? ■ এক সময় আমি অনেক বাজে শিরকি চিন্তা করতাম, যা প্রকাশ করা খুবই লজ্জাজনক। বর্তমানে আমি সেই চিন্তাগুলোকে আল্লাহর ভয়ে মন থেকে বাদ দিতে চাচ্ছি। কিন্তু সেই চিন্তাগুলো কোনোভাবেই মন থেকে যাচ্ছে না। আমার মনের এই অবস্থা থাকাকালে যদি আমার মৃত্যু হয়, সেক্ষেত্রে পরকালে কি আমি কাফের হিসেবে সাব্যস্ত হব? ■ আমার বউ মাঝেমধ্যে খুব বেশি আবেগপ্রবণ হয়ে খুব বেশি মায়া করে আমাকে ‘আদরের বাচ্চা, আমার আব্বুটা’ ইত্যাদি বলে ডাকে। এতে কোনো সমস্যা হবে কি?

Post a Comment

0 Comments