🔴
ব্রেকিংঃ সৌদিতে ইরানি হামলা হলে প্রতিশোধ নেবে সুদান!
ইরানের পক্ষ থেকে সৌদি আরবে হামলা হলে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা নিয়েছে সুদানের সামরিক অভ্যন্তরীণ পরিষদ। খবর আরব নিউজের।
দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ জেনারেল মোহাম্মদ হামদান দাগালো প্রতিজ্ঞা করে বলেছেন, ইরানের পক্ষ থেকে কোনো হুমকি বা হামলা হলে জবাব দেবে সুদান।
শুক্রবার সুদানের নতুন অভ্যন্তরীণ সামরিক পরিষদের উপপ্রধান জেনারেল হামদান জেদ্দায় সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন।
ক্রাউন প্রিন্সের সঙ্গে আলোচনার পরে পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইরান ও হুতিদের পক্ষ থেকে সৌদি আরবের বিরুদ্ধে সব ধরনের হুমকি এবং আক্রমণ মোকাবেলায় রিয়াদের পাশে থাকবে সুদান।
এতে আরও বলা হয়, ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে আরব জোটের অংশ হিসেবে ইয়েমেনে সুদানের সেনা মোতায়েন করা হবে।
এটি ছিল দাগালোর প্রথম আন্তর্জাতিক সফর। গত মাসে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির প্রতিবাদকারীদের বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন।
এ বিবৃতিতে পরিষদ প্রথম বড় ধরনের বিদেশি নীতি ঘোষণা করেন।
0 Comments