Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৪৮

পুরুষের জন্য লাল পোশাক কি হারাম? | আপনার জিজ্ঞাসা | পর্ব ২২৪৮
এ প র্বে র স ব প্র শ্ন ■ আমি জানতে চাই, বাংলাদেশে অনেক সহিহ আকিদার আলেম পুরুষের জন্য লাল পোশাক পরাকে হারাম বলে থাকেন। তাঁরা বলেন, রাসুল (সা.) পুরুষের জন্য লাল পোশাক পরতে নিষেধ করেছেন। কিন্তু আমি নিজে যতটুকু জানি যে, লাল পোশাক পুরুষের জন্য হারাম নয়। কারণ, সহিহ বুখারি (পোশাক অধ্যায় ৫৮৪৮ নং হাদিস) হাদিসে আছে। বারা’আ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, ‘নবী (সা.) ছিলেন মাঝারি আকৃতির, আমি তাঁকে লাল হল্লা পরা অবস্থায় দেখেছি। তার চেয়ে অধিক সুন্দর আর কিছু আমি দেখিনি।’ এবং সহিহ বুখারি হাদিসে আছে আবু জুহাইফা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, ‘আমি দেখেছি আল্লাহর রাসুলকে লাল ডোরাকাটাযুক্ত কাপড় গায়ে নামাজ পড়লেন।’ (সালাত অধ্যায় ৩৭৬ নং হাদিস)। অতএব, পুরুষের ক্ষেত্রে লাল পোশাক পরার ব্যাপারে আমাকে একটু বুঝিয়ে বলবেন? ■ আব্দুল কাদের জিলানী (রা.) মায়ের পেটে থেকেই ১৯ পারা কোরআন মুখস্থ করেছিলেন, এই কথা কি বানোয়াট? ■ শাহ আলম অর্থ জগতের বাদশা, এই ধরনের নাম রাখা কি শিরক? ■ কবরে কি মানুষ জিকির করবে? ■ মক্কা, মদিনায় রমজানে ওমরাহ করতে গিয়ে কি সেখানকার মসজিদে ইতেকাফ করা যাবে? এ ক্ষেত্রে কাদের সঙ্গে যোগাযোগ করতে হবে? ■ প্রশান্ত আত্মা লাভ করেছি, বুঝব কী করে?

Post a Comment

0 Comments