Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

প্রশ্ন : এদেশের আলেমগণ মক্কা-মদিনার শাইখ বিরোধী কেন ??

প্রশ্ন : এদেশের আলেমগণ মক্কা-মদিনার শাইখ বিরোধী কেন ??
উত্তর :
রাসুল (সাঃ)বলেনঃ
" মানুষ হন্যে হয়ে ইলম অনুসন্ধান করবে, তবে মদিনার আলেমের চেয়ে অধিক
বিজ্ঞ কোন আলেম তারা খুজে পাবেনা। "(সহীহ মুসলিম-372, নাসাঈ:৪২৭৭)
@
আমাদের দেশের কিছু আলেম ওলামাদের মুখে চরম সৌদি বিরোধী
প্রচারনা শুনতে শুনতে বড় হয়েছি এবং এখনো শুনছি। যেখানে মানবতার শ্রেষ্ঠ
মানব রাসুল (সাঃ) জন্মেছেন এবং আজো মদিনার মাটিতে শুয়ে আছেন।যেখানে
রাসুল (সাঃ) এর অসংখ্য সাহাবী, তাবেই, তাবে-তাবেইন শুয়ে আছে।যেখান
থেকে ইসলামের জন্ম, যেটি মুসলিমদের
পূন্যভুমি, যেখানে কখনো দাজ্জাল প্রবেশ করতে পারবেনা। সেই মক্কা-মদিনা এবং তার জনগোষ্ঠির প্রতি কেন এতটা ‘‘ঘৃণা’’।ওলামাদের বড় একটা অংশের সাথে
মক্কা-মদিনার আলেম ওলামের বেশকিছু আকিদাগত পার্থক্য আছে , আর একারনেই
আমাদের আলেমগন সৌদীর আলেমদের বিরোধিতা করে থাকেন।
আকিদার চেয়ে অন্য কোন বিষয়ই গুরুত্বপূর্ণ নয়। আকিদা শুদ্ধ হলে ঈমান শুদ্ধ, তা নাহলে
ঈমান থাকবেনা। আকিদা সঠিক না হলে
আমল কোন কাজে আসবেনা। আমাদের দেশের যে সকল আলেমগন
মক্কা-মদিনার আলেমদের অনুসরন করে অথবা যে সকল আলেমগন মদিনা
ইউনিভার্সিটি থেকে পড়াশুনা করে আমাদের দেশে দ্বীণ প্রচার করছে
তাদেরকে ওহাবী, লা মাযহাবি, আহলে খবিশ, ইহুদী-খ্রীস্টানদের দালাল, এমনকি কাফের আখ্যা দিতে ও এরা কার্পন্যবোধ করেনা।
ইতিহাস বলে, বিশুদ্ধ ইসলাম - মক্কা মদিনা হতে যাত্রা করে সিরিয়া
দিয়ে ইরাকে হক্ব-বেহক্ব মিশিয়ে মাজহাব বানিয়ে,পীরের শির্ক-বিদাত
মিশে বিকৃত হয়ে ইরানে শিয়াদের আকিদায় স্নান করে, শিয়াদের ফার্সি
ভাষার কিতাব নিয়ে, কর্তিত, মিশ্রিত, ক্ষত-বিক্ষত হয়ে ভারতে তথা ইংরেজ
গভর্নর ড. ম্যাকলির সিলেবাসে বিদাত- শির্ক মিশে আজকের দেশীয় হালুয়া
মার্কা ভেষজ ইসলাম, তাহলে আমরা কেমন ইসলাম পালন করছি ?
আল্লাহ বলেন পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ কর।.. (বাকারা: ২০৮)!
প্রযুক্তির উন্নতিতে ষ্পষ্ট হল আমাদের বর্তমান ক্ষত-বিক্ষত ইসলাম, মদিনার ইসলাম
হতে অনেক ভিন্নতা পেয়েছে? আল্লাহর সন্তুটি জন্য এখন ও কি আমরা কি
মদিনার বিশুদ্ধ ইসলামে (কুরআন-সুন্নাহ) সহি-আকিদায় ফিরে যাব না? আমাদের ভাববার সময় এসেছে, আমরা কি আমাদের পীর-ফকির-দরবেশ-
সুফিদের বানোয়াট কিচ্ছা-কাহিনি এবং শিরক-বিদাত মিশ্রিত ইবাদত-বন্দেগী
নিয়ে থাকব নাকি মক্কা-মদিনার আলেমদের অনুসরণ করবো।
সিদ্ধান্ত যার যার,
আল্লাহ উত্তম তাওফিকদাতা!


Post a Comment

0 Comments