
গতকাল ১৯ মে-২০১৯ রবিবার সৌদি আরব এর বাদশা সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে কুমিল্লার লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নের বাকই আইডিয়াল ইন্সটিটিউট মাঠে হতদরিদ্র ও পীড়িত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।চাউল,ডাল,তৈল,লবণ,ইফতার সামগ্রী, চিনি সেমাই সহ প্রতি জনকে২৪কেজি করে খাদ্য বস্তুু প্রদান করা হয় সর্বমোট ৫০০ জন হত দরিদ্র মানুষকে সাহায্য প্রদান করা হয়।
0 Comments