মায়ানমারের ১ মিলিয়ন রোহিঙ্গা মুসলিমকে স্থায়িভাবে সৌদিতে বসবাসের সুযোগ দিচ্ছে সৌদি অারব!
সেলুট খাদেমুল হারামাইন অাল শরীফাইন বাদশাহ সালমান বিন অাব্দুল অাজিজকে।
📌সম্পুর্ন বিনা খরচে এবং সৌদি অারবের স্পন্সরশীপে ভিসা খরচ দিয়ে মায়ানমারের ১ মিলিয়ন রোহিঙ্গা মুসলিমদের সৌদিতে স্থায়ি বসবাসের জন্য কাজ শুরু করার হুকুম দিয়েছেন খাদেমুল হারামাইন অাল শরীফাইন বাদশাহ সালমান বিন অাব্দুল অাজিজ হাফিয্বাহুল্লাহ ।অালহামদুলিল্লাহ!
জরুরুি ভিত্তিতে কাজের অগ্রগতি চলছে এবং ইতিমধ্যে ১৭০০০০ রোহিঙ্গা মুসলমান তাদের ভিসা পেয়েছে!
একজন সৌদি নাগরিক যেসব সুবিধা ও অধিকার নিয়ে সৌদি অারবে বসবাস করে এবং পুর্বের সৌদি সিটিজেনশিপ পাওয়া রোহিঙ্গাদের মতো নতুন এই সিটিজেনশিপ পাওয়া রোহিঙ্গারাও সকল সুযোগ সুবিধা নিয়েই সৌদিতে বসবাস করার সুযোগ পাচ্ছেন।
রোহিঙ্গা মুসলমানরা তাদের সন্তানদের সম্পুর্ন বিনা খরচে সৌদিতে পড়াশুনা করাতে পারবে, সাথে ফ্রি চিকিৎসা সহ সকল সুযোগ সুবিধা পাবে নতুন নাগরিকত্ব পাওয়া এসব রোহিঙ্গা মুসলমানরা।
📍অাপনরা জানেন সৌদি অারবে ইতিমধ্যে ৫০০০০০ রোহিঙ্গা নাগরিকত্ব নিয়ে বসবাস করছে। এবং রহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে স্থান দেয়া দেশের তালিকায় সৌদি অারব ১ নম্বর স্থানে রয়েছে।
প্রচারেঃ সৌদি অারব-the land of tawheed
🖋Ishtiaque Ahmed
সূত্রঃ-প্রথম কমেন্ট
17117132 co
0 Comments