Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

প্রশ্ন: অনেকে কথা বলার সময় বলে, "ভালো থাকবেন"। এ রকম কথা বললে কি তা শিরকের পর্যায়ে পড়বে?

প্রশ্ন: অনেকে কথা বলার সময় বলে, "ভালো থাকবেন"। এ রকম কথা বললে কি তা শিরকের পর্যায়ে পড়বে?

উত্তর:
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন...এ জাতীয় বাক্য ব্যবহারে ইসলামের দৃষ্টিতে কোন আপত্তি নাই। কারণ কোন ঈমানদার ব্যক্তি যখন এ কথাগুলো বলে তখন তার নিয়ত এটাই থাকে যে, ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা ইত্যাদি একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। নিজস্ব শক্তি ও যোগ্যতা বলে কেউ তা অর্জন করতে পারে না
এর প্রমাণ হল, যদি তাকে জিজ্ঞেস করা হয় যে, মানুষ কি নিজে নিজে ভালো ও সুস্থ থাকতে পারে না কি আল্লাহই মানুষকে ভালো ও সুস্থ রাখেন?
ঈমাদার ব্যক্তি অবশ্যই বলবে, এগুলো আল্লাহর পক্ষ থেকেই হয়। এ কথা মুখে সে না বললেও তার অন্তরে এ বিশ্বাস বিদ্যমান।
সুতরাং এ জাতীয় বাক্য ব্যবহারে কোন আপত্তি নেই। এটিকে 'শিরক' বলা দ্বীন সম্পর্কে বাড়াবাড়ি এবং দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার প্রমাণ।
তবে কারো অন্তরে যদি এ বিশ্বাস থাকে যে, এ সবের পেছনে আল্লাহর কোন ক্ষমতা নেই তাহলে এটি হল নাস্তিকতা ও আল্লাহর প্রতি অবিশ্বাসের শামিল। এ বিশ্বাসের কারণে সে ঈমানের গণ্ডি থেকে বের হয় যাবে। আল্লাহ আলাম।
●●●●●●●●●●●
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল
(লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইর দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, KSA

Post a Comment

0 Comments