Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

🔴ব্রেকিংঃ শুধু হাজিদের জন্য নতুন বিমান বন্দর তৈরির ঘোষণা সৌদির! অালহামদুলিল্লাহ!


🔴ব্রেকিংঃ শুধু হাজিদের জন্য নতুন বিমান বন্দর তৈরির ঘোষণা সৌদির! অালহামদুলিল্লাহ! 
🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦🇸🇦
(ধন্যবাদ খাদেমুল হারামাইন অাল শরীফাইন বাদশাহ সালমান বিন অাব্দুল অাজিজ হাফেজাহুল্লাহকে! ধন্যবাদ তাওহীদের ঝান্ডাধারী অালে সৌদ রাজপরিবারকে! অাল্লাহতাঅালা অাপনাদেরকে সঠিকভাবে ইসলামের ক্ষেদমতের জন্য কবুল করুক।অামিন।)

বিস্তারিতঃ সৌদি আরবে হজ-উমরাহ পালনকারীদের সুবিধা ও সহজতর করার লক্ষ্যে নুতন করে একটি বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। এ নতুন বিমানবন্দরটি জেদ্দা বিমানবন্দরের সঙ্গে সংযুক্ত হবে।
সৌদি আরবের সরকারী বার্তা সংস্থা এসপিএ’র বরাতে জানা যায়, মক্কার গভর্নর খালিদ আল ফয়সাল এ নতুন বিমানবন্দর প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন। মক্কার আল ফায়সাল সিটির আওতাধীন এ বিমানবন্দর স্থাপন করা হবে।
সৌদি প্রেস এজেন্সি এসপিএ’র মতে, এ নতুন বিমানবন্দর ফায়সাল সিটি প্রকল্পের অধীনে নির্মিত হবে, এ সিটি প্রকল্প মক্কা থেকে দুই হাজার চার শ’ পঞ্চাশ কিলোমিটার পশ্চিমে নির্মিত হচ্ছে।
প্রকল্প অনুমোদন অনুষ্ঠানে মক্কার গভর্নর খালিদ আল-ফয়সাল বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে এ প্রকল্পের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ নতুন বিমানবন্দরের সুবিধা দেয়ায় বিশ্বের হাজিরা শাহ সালমানকে যুগ যুগ ধরে স্মরণ করবে। কারণ এ প্রকল্প বা বিমানবন্দর হাজিদের যাত্রা আরো সহজ করে তুলবে।
প্রচারেঃ সৌদি অারব - the land of tawheed

Post a Comment

0 Comments