প্রস্ন : আসসালামু আলাইকুম ..শাইখ কেউ যদি অভাবের কারনে ছোটবেলা আকিকা দিতে না পারে


প্রস্ন : আসসালামু আলাইকুম ..শাইখ কেউ যদি অভাবের কারনে ছোটবেলা আকিকা দিতে না পারে তাহলে কি সে গুনাহগার হবে? আর সে বড় হয়ে সামর্থবান হয়ে নিজের আকিকা কি নিজে দিতে পারবে?
উত্তর : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
অগ্রাধিকারযোগ্য মতানুযায়ী সন্তানের আকীকা দেয়া সুন্নাতে মুআক্কাদাহ বা গুরুত্বপূর্ণ সুন্নত; ওয়াজিব নয়।
অভাব বা বিশেষ কোন কারণে আকীকা দিতে না পারলে গুনাহ হবে না। বরং জীবনে যখন সামর্থে কুলাবে বা সুযোগ আসবে তখন আকীকা দেয়া জায়েয রয়েছে। ইনশাআল্লাহ।
আল্লাহ বলেন:
لَا يُكَلِّفُ اللَّـهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
“আল্লাহ কারো উপর তার সাধ্যাতীত কোন কাজের দায়িত্ব চাপিয়ে দেন না।” (সূরা বাকারা: ২৮৬)
তিনি আরও বলেন:
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ 
“অতএব, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যের মধ্যে থাকে।” (সূরা তাগাবুন: ১৬)
****উত্তর দিয়েছেন --শাইখ Abdullahil Hadi

Post a Comment

0 Comments