পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করব না কি কম্পাস যে দিকে


পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করব না কি কম্পাস যে দিকে কবলা নির্দেশ করছে সে দিকে?
▬▬▬🌐💠🌐▬▬▬
প্রশ্ন: আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। কিন্তু কম্পাস কেবলা নির্দেশ করছে পশ্চিম আর উত্তর এর মাঝামাঝি।
উল্লেখ্য যে, কম্পাস এক জায়গায় ঠিক সোজা পশ্চিম দিকে কেবলা নির্দেশ করছে আবার অন্য জায়গায় পশ্চিম থেকে কিছুটা পাশে কেবলা নির্দেশ করছে।
এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কোনদিকে মুখ করে নামাজ পড়ব? পশ্চিম দিকে নাকি কম্পাস যে দিকে কেবলা নির্দেশ করছে সেই দিকে?
উত্তর:
যদি কম্পাসের সাহায্যে কিবলার সঠিক দিক নির্দেশনা পাওয়া যায় তাহলে তাই ফলো করা উচিৎ। তাই একটা কম্পাস দ্বারা কিবলা নির্নয় সন্দেহপূর্ণ হলে একাধিক ক্যাম্পাস বা কিবলা নির্দেশক মোবাইল আ্যপের সাহায্যে কিবলার দিক নির্ণয় করার চেষ্টা করুন। তাহলে আশা করি, নির্ভূল ফলাফল পাওয়া যাবে।
কিন্তু যদি কোনো কারণে সঠিকভাবে কিবলার দিক নির্ণয় করা সম্ভব না হয় তাহলে 
আমাদের দেশ থেকে পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করলেও সালাত শুদ্ধ হবে ইনশাআল্লাহ।
আলেমগণ বলেন, মুসজিদে হারামে অবস্থানের সময় হুবহু কাবার দিকে মুখ করেে সালাত আদায় করা আবশ্যক। কিন্তু কাবা থেকে দূরে অবস্থানকারীদের জন্য সালাতে হুবহু কাবার দিকে মুখ ফেরানো আবশ্যক নয়। সে ক্ষেত্রে অনুমান করে কিবলার দিকে মুখ রাখার চেষ্টা করতে হবে। কিন্তু সামান্য ব্যতিক্রম হলেও সালাতে শুদ্ধ হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নাই।
হাদিসে এসেছে, আল্লাহর নবী মদীনাবাসীদেরকে উদ্দশ্যে করে বলেছেন:
مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ 
"পূর্ব ও পশ্চিমের মাঝে হল কিবলা।" - তিরমিজী হাদিস নম্বরঃ ৩৪৪ [আল মাদানী প্রকাশনী, শাইখ আলবানী এটিসে হাসান বলেছেন, দ্র: মিশকাতুল মাসাবাীহ এর তাহকীক] 
উল্লেখ্য যে, মদীনার অবস্থান মক্কা থেকে উত্তর দিকে।
ইবনে উমর রা. বলেন : "কিবলামুখী হওয়ার সময় পশ্চিম যদি আপনার ডানপার্শ্বে আর পূর্ব যদি আপনার বাম পার্শ্বে হয়, তবে পূর্ব ও পশ্চিমের মাঝখানে হল আপনার কিবলা।"
তবে বর্তমান যুগে কিবলা নির্দেশক কম্পাস ও Mobile App এর সাহায্যে খুব সহজেই কিবলার নির্ভুল দিক নির্ণয় করা সম্ভব আল হামদুলিল্লাহ।
আল্লাহু আলাম।
-▬▬▬🌐💠🌐▬▬▬
উত্তর প্রদানে: 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব
FB/AbdullaahilHadi

Post a Comment

0 Comments