অগ্নিকাণ্ড, রোড এক্সিডেন্ট, সাপ-বিচ্ছুর দংশন এবং বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু থেকে রক্ষা পাওয়ার দোয়া
------------------
আবুল ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَالْهَدْمِ، وَالْغَرَقِ، وَالْحَرِيقِ،
وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ،
وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا،
وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
উচ্চারণ:
অর্থ:
হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাই উঁচু স্থান থেকে পড়ে, কোনো কিছুর নিচে চাপা পড়ে, আগুনে পুড়ে এবং পানিতে ডুবে মৃত্যু থেকে।
আপনার কাছে আশ্রয় চাই, মৃত্যুকালে শয়তান যেন আমাকে বিপথগামী করতে না পারে।
আপনার কাছে আশ্রয় চাই, আপনার পথে জিহাদ করার সময় যেন পলায়নপর অবস্থায় মৃত্যুবরণ না করি।
এবং আপনার কাছে আশ্রয় চাই, যেন সাপ-বিচ্ছুর দংশনে মৃত্যুবরণ না করি।
[সুনান নাসাঈ হা/৫৫৩১, মুস্তাদরাক হাকিম ১/৭১৩) সহিহ-শাইখ আলবানী]
---আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল---
------------------
আবুল ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَالْهَدْمِ، وَالْغَرَقِ، وَالْحَرِيقِ،
وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ،
وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا،
وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا
উচ্চারণ:
- আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গারাক্বি ওয়াল হারিক্বি।
- ওয়া আউজুবিকা আইঁ ইয়াতাখাব্বাত্বানিশ শায়ত্বানু ইংদাল মাওতি।
- ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা।
- ওয়া আউজুবিকা আন আমুতা লাদিগা।
অর্থ:
হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাই উঁচু স্থান থেকে পড়ে, কোনো কিছুর নিচে চাপা পড়ে, আগুনে পুড়ে এবং পানিতে ডুবে মৃত্যু থেকে।
আপনার কাছে আশ্রয় চাই, মৃত্যুকালে শয়তান যেন আমাকে বিপথগামী করতে না পারে।
আপনার কাছে আশ্রয় চাই, আপনার পথে জিহাদ করার সময় যেন পলায়নপর অবস্থায় মৃত্যুবরণ না করি।
এবং আপনার কাছে আশ্রয় চাই, যেন সাপ-বিচ্ছুর দংশনে মৃত্যুবরণ না করি।
[সুনান নাসাঈ হা/৫৫৩১, মুস্তাদরাক হাকিম ১/৭১৩) সহিহ-শাইখ আলবানী]
---আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল---
0 Comments