বহুমূত্র রোগীর সালাতের পদ্ধতি
🔹🔹🔹🔹
প্রসাব করার কিছুক্ষণ পরে যদি পুনরায় প্রসাব
নির্গত হয় তাহলে অপেক্ষা করবে। যখন প্রসাব পড়া বন্ধ হবে তখন যদি ওযু করে সালাত আদায় করা সম্ভব হয় তাহলে তখন ওযু করে সালাত আদায় করবে। জামাআত ছুটে গেলেও সমস্যা নেই।
কিন্তু যদি প্রসাব পড়া বন্ধ না হয় বরং একটু পরপর নির্গত হতেই থাকে তাহলে এটি বহুমূত্র রোগ। এ ক্ষেত্রে করণীয় হল, লজ্জাস্থানে এমন কিছু দিবে যাবে প্রসাব এদিক সেদিক ছড়িয়ে না পড়ে এবং সেভাবেই সালাত আদায় করবে। এতে সালাতের কোন ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কারণ রোগের কারণে সে ব্যক্তি ওযরগ্রস্থ।
তবে এ ক্ষেত্রে সে ব্যক্তির জন্য করণীয় হল, প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা ওযু করা। এক ওয়াক্তের ওযু দ্বারা আরেক ওয়াক্তের সালাত আদায় করা যাবে না।
উল্লেখ্য যে, ঘনঘন বায়ূ নির্গত হয় এমন ব্যক্তি এবং ইস্তিহাযা বা রক্তপ্রদর রোগাক্রান্ত মহিলার জন্যও এই বিধান প্রযোজ্য। আল্লাহু আলাম।
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।
🔹🔹🔹🔹
প্রসাব করার কিছুক্ষণ পরে যদি পুনরায় প্রসাব
নির্গত হয় তাহলে অপেক্ষা করবে। যখন প্রসাব পড়া বন্ধ হবে তখন যদি ওযু করে সালাত আদায় করা সম্ভব হয় তাহলে তখন ওযু করে সালাত আদায় করবে। জামাআত ছুটে গেলেও সমস্যা নেই।
কিন্তু যদি প্রসাব পড়া বন্ধ না হয় বরং একটু পরপর নির্গত হতেই থাকে তাহলে এটি বহুমূত্র রোগ। এ ক্ষেত্রে করণীয় হল, লজ্জাস্থানে এমন কিছু দিবে যাবে প্রসাব এদিক সেদিক ছড়িয়ে না পড়ে এবং সেভাবেই সালাত আদায় করবে। এতে সালাতের কোন ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কারণ রোগের কারণে সে ব্যক্তি ওযরগ্রস্থ।
তবে এ ক্ষেত্রে সে ব্যক্তির জন্য করণীয় হল, প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা ওযু করা। এক ওয়াক্তের ওযু দ্বারা আরেক ওয়াক্তের সালাত আদায় করা যাবে না।
উল্লেখ্য যে, ঘনঘন বায়ূ নির্গত হয় এমন ব্যক্তি এবং ইস্তিহাযা বা রক্তপ্রদর রোগাক্রান্ত মহিলার জন্যও এই বিধান প্রযোজ্য। আল্লাহু আলাম।
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সউদী আরব
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সউদী আরব।
0 Comments