Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

শুক্রবারে কেবল সূরা কাহাফ তিলাওয়াত করলেই যথেষ্ট না কি

শুক্রবারে কেবল সূরা কাহাফ তিলাওয়াত করলেই যথেষ্ট না কি তরজমা ও তাফসীর সহ পাঠ করতে হবে?
▬▬▬▬▬▬
প্রশ্ন: শুক্রবারে যে সুরা কাহাফ পরার ফজিলত হাদিসে বর্ণনা করা হয়েছে তা কি শুধু তিলাওয়াত করলেই হবে নাকি অনুবাদ সহ পরতে হবে? অনেকে বলে যে এটার তাফসির সহ পরে বুঝতে হবে এবং আমল করতে হবে তাহলেই এই ফজিলত পাওয়া যাবে। এ কথা কি ঠিক?

উত্তর:

হাদিসে যেহেতু কেবল সুরা কাহাফ পাঠ করার কথা বলা হয়েছে তাই তা পাঠ করলেই উক্ত সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ- চাই তার অর্থ বুঝে পাঠ করা হোক অথবা না বুঝে পাঠ করা হোক। 
আসলে কুরআন এমন একটি গ্রন্থ আল্লাহ তাআলা তা পাঠ করার মাধ্যমেই সওয়াব দান করে থাকেন। অর্থ বুঝে পড়লে যেমন সওয়ার রয়েছে না বুঝে পড়লেও সওয়াব পাওয়া যাবে। 
তবে তিলাওয়াতের পাশাপাশি তার তরজমা ও তাফসীর জানার চেষ্টা করা এবং সেগুলো নিয়ে গবেষণা করা উচিৎ। এটি সমগ্র কুরআনের ক্ষেত্রে প্রযোজ্য। আর মুসলিম হিসেবে অবশ্যই আমাদের জন্য কুরআনে রঙ্গে জীবন রাঙ্গাতে হবে। এটি কুরআনের প্রতি আমাদের অপরিহার্য কর্তব্য।
আল্লাহু আলাম।
▬▬▬▬▬▬
উত্তর প্রদানে: 
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
fb/AbdullaahilHadi
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

Post a Comment

0 Comments