প্রশ্নঃ দাঁড়িয়ে বা হাঁটা অবস্থায় কোনো কিছু খাওয়া বা পানি পান করার হুকুম কি?

প্রশ্নঃ দাঁড়িয়ে বা হাঁটা অবস্থায় কোনো কিছু খাওয়া বা পানি পান করার হুকুম কি?
উত্তরঃ অনেকে মনে করেন দাঁড়িয়ে খাওয়া বা পান করা হারাম (নিষেধ) অথবা মাকরুহ (অপছন্দনীয়)।
এ ধারণা ঠিক না !!
এ সম্পর্কে ইমাম আন-নববী (রহঃ) বলেন, “দাঁড়িয়ে পান করা বৈধ; কিন্তু বসে পান করা সর্বোত্তম ও পূর্ণাঙ্গ রীতি।”
রিয়াদুস সালেহীন।
অর্থাৎ বসে থেকে খাওয়া বা পান করা উত্তম কিন্তু দাঁড়িয়ে থেকে খাওয়া বা পান করা জায়েজ আছে।
এই কথার দলীল হচ্ছেঃ১. নায্যাল ইবনে সাবরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, কুফা নগরীর ‘রাহবাহ’র দ্বার প্রান্তে আলী (রাঃ) এসে দাঁড়িয়ে পানি পান করলেন এবং বললেনঃ আমি নবী (সাঃ) কে ঠিক এইভাবে (পান) করতে দেখেছি, যেভাবে তোমরা আমাকে (পান) করতে দেখলে। [৫৬১৬] (আধুনিক প্রকাশনী- ৫২০৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫১০০)
সহীহুল বুখারী ৫৬১৫, নাসায়ী ১৩০, আবূ দাউদ ৩৭১৮, আহমাদ ৫৮৪।
২. আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ‘রাসুলুল্লাহ (সাঃ) এর যুগে আমরা চলতে চলতে আহার করতাম এবং দাঁড়িয়ে পান করতাম।’
এ থেকে বুঝা যায় রাসুলুল্লাহ (সাঃ) ও তাঁর সাহাবারা দাঁড়িয়ে ও হাঁটা অবস্থায় পানাহার করতেন। সুতরাং, এটি জায়েজ।
                       কিন্তু আরো কিছু হাদীস আছে যেমনঃআনাস (রাঃ) থেকে বর্ণিত। নবী (সাঃ) লোকদেরকে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন।
মুসলিম ২০২৪, তিরমিযী ১৮৭৯, আবূ দাউদ ৩৭১৭, ইবনু মাজাহ ৩৪২৩, আহমাদ ১১৭৭৫।
এই হাদীসে দেখা যাচ্ছে রাসুলুল্লাহ (সাঃ) দাঁড়িয়ে পান করতে নিরুতসাহিত করেছেন।
এই হাদীসুগুলোর সমন্বয় করে আলেমদের যেমন ইমাম নববীর মত হচ্ছে, বসে খাওয়া উত্তম ও পূর্ণাংগ কিন্তু দাড়িয়ে খাওয়া জায়েজ। তবে কেউ দাঁড়িয়ে খাওয়াকে মাকরুহ বলবেন না, কারণ রাসুলুল্লাহ (সাঃ) এর যুগে স্বয়ং রাসুলুল্লাহ (সাঃ) ও তাঁর সম্মানিত সাহাবার দাঁড়িয়ে ও চলা অবস্থায় খাওয়া ও পান করেছেন। সুতরাং তারা যে কাজ করেছেন সেটাকে মাকরুহ বা অপছন্দনীয় বলা মোটেই ঠিক হবেনা।

Post a Comment

0 Comments