🔴অাপনারা যারা মিডিয়ার মরণফাঁদে পা দিয়ে হারহামেশাই বলাবলি করেন... "সৌদি অারব পরিবর্তন হয়েগেছে...!"
📜অাসলে কি পরিবর্তন হয়েছে জানেন?
🎥ভিডিওটিতে দেখুন, বর্তমান সৌদি আরবের অবস্থা! সৌদিরা এখন কাপড় দোয়ার লন্ড্রিতে, মাকসালাতে কাজ করে! রাস্তার ক্লিনার থেকে শুরু করে শো-রুমের সেলসম্যান... সব পদেই সৌদি অারাবিয়ানরা এখন শতস্ফুর্তভাবে অংশগ্রহণ করছে!
পুর্বে সৌদি অারাবিয়ানরা শুধু ব্যবসা ও বিনিয়গেই জীবিকা নির্বাহ করতো। উদ্দেশ্য ছিলো অন্যান্য দেশের মুসলমান ভাইদের চাকুরীতে সুযোগ দিয়ে তাদের জীবন যাত্রার মানকে উন্নত করা। সেই উদ্দেশ্য অনেকাংশেই সফল হয়েছে। বাংলাদেশের ১০% মানুষ অাজ সৌদির টাকায় ধনি! মুসলিম বিশ্বের অর্থনীতির একটা মুল খাজানা হলো সৌদি অারবের তাদের কর্মসংস্থান! সৌদি মুসলমানদের জন্য তা করে গেছে,এবং ইনশাআল্লাহ সামনেও করে জাবে!
তবে, অন্যান্য মুসলিম দেশগুলোর মুসলিম ভাইদের এসব অপেক্ষাকৃত ছোট কাজে(যেহেতু বিদেশে কাজ করতে যাওয়া অধিকাংশ মানুষই অশিক্ষিত/অর্ধশিক্ষিত ছিলো,অাশা করি কেউ ভুল বুঝবেন না,অামরা প্রবাসীদের যথেষ্ট সন্মানের চোখে দেখি) দিনের পর সুযোগ দেওয়ায় সুযোগপ্রাপ্ত মানুষগুলোর জ্ঞেনের অভাবে এবং কৃতজ্ঞতাবোধের অভাবে তারা সৌদি অারাবিয়ানদের "দেমাগি" টাইপের ট্যাগ লাগাতে থাকে,কারন সৌদিয়ানরা এসব কাজে উল্লেখযোগ্য ভাবে অংশগ্রহণ করতো না।
তাই অাজ পরিবর্তিত সৌদি অারব সবধরনের চাকরিতে সমানভাবে অংশগ্রহণ করছে! তারা পুর্বেও এসব কাজকে ছোট মনে করতো না,এখনও করেনা।শুধু মুসলমান ভাইদের জন্য স্পেস দিয়েছিলো তারা।!
0 Comments