📹ইমরান খান বয়সে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের চেয়ে বড় হলেও খাদেমুল হারামাইন অাল শরীফাইনদের সামনে সবাইকে বিনীত ও নম্রভাবেই পেশ হতে হয়! এটা ইমরান খান ভালোভাবেই জানেন,তাই যুবরাজ বিন সালমানকে তিনি ছোট ভাইয়ের চেয়ে বেশি খাদেমুল হারামাইন হিসবেই মানেন!
🔴নিউজঃ
যাক, অাসলে কথায় অাসি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বুধবার যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হঠাৎ ফোন করে কুশলাদি বিনিময় করেছেন। ফোনকলে তিনি সৌদি অারবকে পাকিস্তান তথা মুসলিম বিশ্বের অকৃত্তিম বন্ধু অাখ্যায়িত করেন। ইমরান খান অারও বলেন সৌদি অারব পাকিস্তানের দুঃসময়ে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে পাশে ছিলো,অাছে,..এবং এটাই পাকিস্তানের সাথে সৌদির অকৃত্রিম ভালোবাসার কারন!
ইমরান খান যুবরাজ সালমানকে পাকিস্তানের স্বার্থে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। পাকিস্তানের সাথে সৌদির সম্পর্ক পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনিতি বলেও অাখ্যায়িত করেন তিমি।
জবাবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানকে সবসময় উতসাহ ও সাহায্য দিয়ে সৌদির পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জ্ঞেপন করেন। এবং যেকোনো মূল্যে পাকিস্তান-সৌদি সুসম্পর্ক বজায় রাখায় ব্যপারে সৌদি অার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি! যুবরাজ বিন সালমান ইমরান খানকে সৌদি অারবের সবধরনের সাহায্য ও সহযোগিতা অব্যহত থাকারও বেপারে অশাশ্বত করেন!
0 Comments