প্রশ্ন: পুরুষদের জন্য white gold এবং platinum এর রিং পরা জায়েয কি?


প্রশ্ন: পুরুষদের জন্য white gold এবং platinum এর রিং পরা জায়েয কি? ▬▬▬▬▬▬
উত্তর:
পুরুষদের জন্য স্বর্ণের তৈরি আংটি, হাত ঘড়ি, ব্রেসলেট, গলার মালা, চশমার ফ্রেম, জামার বোতাম, কলম ইত্যাদি ব্যবহার করা বৈধ নয়। কেননা, যায়েদ ইবনে আকরাম রা. বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
أحل الذهب والحرير لإناث أمتي وحرم على ذكورهم
স্বর্ণ ও রেশমি বস্ত্র আমার উম্মতের নারীদের জন্য বৈধ এবং পুরুষের জন্য হারাম করা হয়েছে।” (সিলসিলা সহীহা হা/১৮৬৫/৩০৩০)
অন্য হাদিসে বর্ণিত হয়েছে:
আবদুল্লাহ ইবনুয যুবাইর (রাঃ) থেকে বর্ণিত, তিনি আলী ইবনে আবু তালিব (রাঃ)-কে বলতে শুনেছেন,
إِنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ ثُمَّ قَالَ ‏ “‏ إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي”‏ ‏
আল্লাহর নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ডান হাতে রেশম ও বাম হাতে স্বর্ণ নিয়ে বললেন: এ দুটি জিনিস আমার উম্মতের পুরুষদের জন্য হারাম।
(
সুনানে আবু দাউদ, অনুচ্ছেদ নারীদের জন্য রেশমি পোশাক বৈধ,সহিহ)
তবে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য রৌপ্যের আংটি ব্যবহার করার অনুমতি রয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَبِسَ خَاتَمَ فِضَّةٍ فِي يَمِينِهِ
আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত যে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে রূপার একটি আংটি পরেছেন।” [সহীহ মুসলিম, হাদিস নম্বর: [5310]অধ্যায়ঃ ৩৮/ পোশাক ও সাজসজ্জা (كتاب اللباس والزينة), সহীহ, ইসলামিক ফাউন্ডেশন]
এ ছাড়া প্লাটিনাম, ডায়মন্ড ইত্যাদি ধাতব দ্রব্য দ্বারা প্রস্তুত আংটি, ঘড়ি, চশমার ফ্রেম, জামার বোতাম ইত্যাদি ব্যবহার করা বৈধ।
হোয়াইট গোল্ড বা সাদা স্বর্ণ মূলত: স্বর্ণই। কিন্তু তাতে অন্যান্য দ্রব্য মিশিয়ে সাদা বানানো হয়। সুতরাং তা ব্যবহার করা পুরুষদের জন্য বৈধ নয়। আল্লাহু আলাম।
▬▬▬
▬▬▬
উত্তর প্রদানে:
শাইখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।


আপনি চাইলে -Whatapps-Facebook-Twitter-ব্লগ- আপনার বন্ধুদের Email Address সহ অন্য Social Networking-ওয়েবসাইটে শেয়ার করতে পারেন-মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামের আলো ছড়িয়ে দিন। "কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা" [সহীহ্ মুসলিম: ২৬৭৪]-:-admin by rasikul islam নিয়মিত আপডেট পেতে ভিজিটকরুন -এই ওয়েবসাইটে -https://sarolpoth.blogspot.com/(জানা অজানা ইসলামিক জ্ঞান পেতে runing update)< -https://rasikulindia.blogspot.com (ইসলামিক বিশুদ্ধ শুধু বই পেতে, পড়তে ও ডাউনলোড করতে পারবেন). Main Websaite- esoislamerpothe.in , comming soon my best world websaite

Post a Comment

0 Comments