বিগত শতাব্দীর মুজাদ্দিদ ও সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, ইমাম মুহাম্মাদ নাসিরউদ্দিন আল-আলবানী (রাহিমাহুল্লাহ) কে প্রশ্ন করা হয়,
.“হল্যান্ড ও অন্যান্য স্থানে কিছু তরুণ রয়েছে, যারা সালাফী আলহামদুলিল্লাহ। আমরা তাদের ‘আক্বীদাহ নিয়ে সন্দেহ করি না, কিন্তু তারা কতিপয় 'উলামা সম্বন্ধে বাজে মন্তব্য করে, বিশেষ করে হিজাযের 'উলামাদের সম্বন্ধে। তারা বলে, ‘আমরা তাদের বিশ্বাস করি না, কারণ তাদের কেউ কেউ তাগুতের তোষামোদ করে।' এটা কি সঠিক, হে শাইখ?
আল-আলবানী: আমি নিজে যা সরাসরি শ্রবণ করি এবং অন্যদের কাছ থেকে যা শুনি, যেমনটা তুমি মাত্র আমাকে বললে, এসব থেকে আমার মনে হয় যে, যারা 'উলামাদের বিরুদ্ধে কথা বলে এবং তাদের বিরুদ্ধে তাগুতের তোষামোদ করার অভিযোগ আনে, নিঃসন্দেহে তারা তরুণদের অন্তর্ভুক্ত। এর পরিবর্তে আমরা তাদের ব্যাপারে মন্দ ধারণা করতে পারি না, তবে আমরা তাদের 'ইলম নিয়ে সন্দেহ করি। সুতরাং প্রথমত, তাদের 'ইলমের স্বল্পতা এবং (দ্বিতীয়ত) সঠিক ইসলামী ফিক্বহ ও ইসলামী আদব, যার ওপর মুসলিম তরুণদের প্রতিপালিত হওয়া উচিত ছিলো, তার সাথে তাদের স্বল্প পরিচিতি, এটা হল কারণ। দুঃখজনকভাবে এসব থেকে বর্তমানের তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে। এটা সত্য যে বর্তমানে একটা ইসলামী জাগরণ চলছে, যেমনটা তারা বলে থাকে। কিন্তু আমি বলি, প্রথমত, এই জাগরণ এখন এর প্রাথমিক পর্যায়ে আছে। এটা এখনও এর অর্ধেক পথও পোঁছায়নি। দ্বিতীয়ত, এই জাগরণ হল আদর্শ ও 'ইলমভিত্তিক যা আদবের জাগরণের সাথে সংযুক্ত না। এই পর্যন্ত কি স্পষ্ট হয়েছে? একারণে, আমরা এসব তরুণদের উপদেশ দিচ্ছি নিজেদেরকে 'ইলম অর্জনে উৎসাহ সহকারে নিয়োজিত করার ব্যাপারে এবং তা ইখলাসের সাথে আল্লাহর জন্য করার ব্যাপারে, এটা প্রথম বিষয়। অতঃপর, তারা যেন নিজেদেরকে সংশোধিত করে এবং ইসলামী আদব শিক্ষা দেয়, এটা হলো দ্বিতীয় বিষয়। আর তারা যদি এটা করে, তাহলে তারা তাদের জিহ্বাকে লোকদের ব্যাপারে মন্দ কথা বলা থেকে বিরত রাখতে পারবে, 'উলামাদের সম্মান নিয়ে কথা বলা তো দূরের কথা, যারা কিনা এই উম্মাহর বিশেষ ব্যক্তিবর্গ। এটা হলো তোমার প্রশ্নের জন্য আমার জবাব।
.https://youtu.be/v48I8id9xCY?list=LLXJSI1Jiuoo5R64CZNrr6WQ
অনুবাদক: রিফাত রাহমান সিয়াম
fb.com/SunniSalafiAthari
.“হল্যান্ড ও অন্যান্য স্থানে কিছু তরুণ রয়েছে, যারা সালাফী আলহামদুলিল্লাহ। আমরা তাদের ‘আক্বীদাহ নিয়ে সন্দেহ করি না, কিন্তু তারা কতিপয় 'উলামা সম্বন্ধে বাজে মন্তব্য করে, বিশেষ করে হিজাযের 'উলামাদের সম্বন্ধে। তারা বলে, ‘আমরা তাদের বিশ্বাস করি না, কারণ তাদের কেউ কেউ তাগুতের তোষামোদ করে।' এটা কি সঠিক, হে শাইখ?
আল-আলবানী: আমি নিজে যা সরাসরি শ্রবণ করি এবং অন্যদের কাছ থেকে যা শুনি, যেমনটা তুমি মাত্র আমাকে বললে, এসব থেকে আমার মনে হয় যে, যারা 'উলামাদের বিরুদ্ধে কথা বলে এবং তাদের বিরুদ্ধে তাগুতের তোষামোদ করার অভিযোগ আনে, নিঃসন্দেহে তারা তরুণদের অন্তর্ভুক্ত। এর পরিবর্তে আমরা তাদের ব্যাপারে মন্দ ধারণা করতে পারি না, তবে আমরা তাদের 'ইলম নিয়ে সন্দেহ করি। সুতরাং প্রথমত, তাদের 'ইলমের স্বল্পতা এবং (দ্বিতীয়ত) সঠিক ইসলামী ফিক্বহ ও ইসলামী আদব, যার ওপর মুসলিম তরুণদের প্রতিপালিত হওয়া উচিত ছিলো, তার সাথে তাদের স্বল্প পরিচিতি, এটা হল কারণ। দুঃখজনকভাবে এসব থেকে বর্তমানের তরুণ প্রজন্ম বঞ্চিত হয়েছে। এটা সত্য যে বর্তমানে একটা ইসলামী জাগরণ চলছে, যেমনটা তারা বলে থাকে। কিন্তু আমি বলি, প্রথমত, এই জাগরণ এখন এর প্রাথমিক পর্যায়ে আছে। এটা এখনও এর অর্ধেক পথও পোঁছায়নি। দ্বিতীয়ত, এই জাগরণ হল আদর্শ ও 'ইলমভিত্তিক যা আদবের জাগরণের সাথে সংযুক্ত না। এই পর্যন্ত কি স্পষ্ট হয়েছে? একারণে, আমরা এসব তরুণদের উপদেশ দিচ্ছি নিজেদেরকে 'ইলম অর্জনে উৎসাহ সহকারে নিয়োজিত করার ব্যাপারে এবং তা ইখলাসের সাথে আল্লাহর জন্য করার ব্যাপারে, এটা প্রথম বিষয়। অতঃপর, তারা যেন নিজেদেরকে সংশোধিত করে এবং ইসলামী আদব শিক্ষা দেয়, এটা হলো দ্বিতীয় বিষয়। আর তারা যদি এটা করে, তাহলে তারা তাদের জিহ্বাকে লোকদের ব্যাপারে মন্দ কথা বলা থেকে বিরত রাখতে পারবে, 'উলামাদের সম্মান নিয়ে কথা বলা তো দূরের কথা, যারা কিনা এই উম্মাহর বিশেষ ব্যক্তিবর্গ। এটা হলো তোমার প্রশ্নের জন্য আমার জবাব।
.https://youtu.be/v48I8id9xCY?list=LLXJSI1Jiuoo5R64CZNrr6WQ
অনুবাদক: রিফাত রাহমান সিয়াম
fb.com/SunniSalafiAthari
1 Comments
Bangla Hadis