ইমাম আবু হানিফা রাহ. এর নামে মিথ্যাচার বন্ধ হোক: টানা চল্লিশ বছর ইশার ওজুতে ফজরের নামাজ


ইমাম আবু হানিফা রাহ. এর নামে মিথ্যাচার বন্ধ হোক: টানা চল্লিশ বছর ইশার ওজুতে ফজরের নামাজ আদায়!
▬▬▬ ◈◉◈▬▬▬
সম্মানিত ইমাম আবু হানিফা রাহ. কর্তৃক টানা চল্লিশ বছর ইশার ওজুতে ফজরের নামাজ আদায় করার ঘটনাটি খুবই প্রসিদ্ধ। বিশেষ করে হানাফি মাজহাবের অনুসারী আলেম-ওলামাগণ ইমাম আবু হানিফা রাহ .এর বুজর্গির প্রমাণ হিসেবে এই ঘটনাটি উপস্থাপন করে থাকেন। কিন্তু তা মূলত: কতটা নির্ভরযোগ্য ও বাস্তব সম্মত তা উদ্ঘাটন করা জরুরি। আল হামদুলিল্লাহ নির্ভরযোগ্য আলেমগণ এ বিষয়ে ত্রুটি করেন নি। তারা যথাযথ তদন্ত ও বিশ্লেষণ পূর্বক এর প্রকৃত অবস্থা উম্মোচন করেছেন।

নিম্নে এ বিষয়ে সম্মানিত গবেষক আলেমদের গবেষণার সংক্ষিপ্তসার তুলে ধরার চেষ্টা করা হল: وبالله التوفيق

খতিব বাগদাদি রহ. তার বিখ্যাত তারিখে বাগদাদ (বাগদাদের ইতিহাস) গ্রন্থে [১৫/৪৮৪] সনদ সহকারে এ বর্ণনাটি উল্লেখ করেছেন। অনুরূপভাবে ইমাম যাহাবী তার সিয়ার এবং তারিখে ইসলাম গ্রন্থেও তা উল্লেখ করেছেন।

তারিখে বাগদাদে উল্লেখিত বর্ণনাটি নিম্নরূপ:
أَخْبَرَنَا علي بن المحسن المعدل، قَالَ: حَدَّثَنَا أَبُو بكر أَحْمَد بن مُحَمَّد بن يَعْقُوب الكاغدي، قَالَ: حَدَّثَنَا أَبُو مُحَمَّد عبد الله بن مُحَمَّد بن يَعْقُوب بن الحارث الحارثي البخاري ببخارى، قَالَ: حَدَّثَنَا أَحْمَد بن الحسين البلخي، قَالَ: حَدَّثَنَا حماد بن قريش، قال: سمعت أسد بن عمرو، يقول: صلى أَبُو حنيفة فيما حفظ عليه صلاة الفجر بوضوء صلاة العشاء أربعين سنة، فكان عامة الليل يقرأ جميع القرآن في ركعة واحدة، وكان يسمع بكاؤه بالليل حتى يرحمه جيرانه، وحفظ عليه أنه ختم القرآن في الموضع الذي توفي فيه سبعة آلاف مرة

....আবু মুহাম্মদ আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন ইয়াকুব ইবনুল হারিস আল হারেসি আল বুখারী বলেন, আমাদের নিকট বর্ণনা করেছেন, আহমদ বিন হুসাইন আল বালখি। তিনি বলেন, আমাদেরর নিকট বর্ণনা করেছেন হাম্মাদ বিন কুরাইশ। তিনি বলেন, আমি আসাদ বিন আমর এর নিকট শুনেছি। তিনি বলেছেন,

“আবু হানিফা এর ব্যাপারে যতটুকু (ইতিহাস) সংরক্ষিত হয়েছে তাতে তিনি চল্লিশ বছর যাবত ইশার সালাতের ওজু দ্বারা ফজরের সালাত আদায় করেছেন আর তিনি অধিকাংশ রাতে এক রাকআত সালাতে সম্পূর্ণ কুরআন তিলাওয়াত করতেন! রাতে তার কান্নার আওয়াজ শোনা যেত। ফলে তার প্রতিবেশীরা তার উপর দয়া করতেন।
আরও সংরক্ষিত হয়েছে যে, তিনি যে স্থানে মারা গেছেন সে স্থানে ৭,০০০ (সাত হাজার) বার কুরআন খতম করেছেন!”

❑ উক্ত ঘটনার গ্রহণযোগ্যতা:

বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস (হাদিস বিশারদ) শাইখ আলবানি রাহ. তারিখে বাগদাদে উল্লেখিত এই বর্ণনাটিকে ইমাম আবু হানিফা রাহ. এর

Post a Comment

0 Comments