Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

✔প্রশ্নঃ রোযার দিনে দাঁতের মাজন (টুথ-পেস্ট বা পাউডার) ব্যবহার করলে রোযা শুদ্ধ হবে কি?

২০৭ প্রশ্নঃ রোযার দিনে দাঁতের মাজন (টুথ-পেস্ট বা পাউডার) ব্যবহার করলে রোযা শুদ্ধ হবে কি?
উত্তরঃ রোযার দিনে দাঁতের মাজন (টুথ-পেস্ট বা পাউডার) ব্যবহার না করাই উত্তম। বরং তা রাত্রে এবং ফজরের আগে ব্যবহার করাই উচিত। কারণমাজনের এমন প্রতিক্রিয়া ও সঞ্চার ক্ষমতা আছেযার ফলে তা গলা ও পাকস্থলীতে নেমে যাওয়ার আশঙ্কা থাকে। অনুরূপ আশঙ্কার ফলেই মহানবী () লাকিত্ব বিন সাবরাহকে বলেছিলেন, “(ওযূ করার সময়) তুমি নাকে খুব অতিরঞ্জিতভাবে পানি টেনে নিয়ো না। কিন্তু তোমরা তোমরা রোযা থাকলে নয়।” 
২৭৩ (আহমাদ ৪/৩৩আবূ দাঊদ ১৪২তিরমিযীনাসাঈসঃ ইবনে মাজাহ ৩২৮ নং)
পক্ষান্তরে নেশাদার ও দেহে অবসন্ন আনায়নকারী মাজনযেমনগুল-গুড়াকু প্রভৃতিযা ব্যবহারের ফলে মাথা ঘোরে অথবা ব্যবহারকারী জ্ঞ্যানশূন্য হয়ে যায়তা ব্যবহার করা বৈধ নয়না রোযা অবস্থায় এবং না অন্য সময়। কারণতা মহানবী () এর এই বানীর আওতাভুক্ত হতে পারেযাতে তিনি বলেন, “প্রত্যেক মাদকতা আনায়নকারী দ্রব্য হারাম।” 
২৭৪ (বুখারীমুসলিমসুনানে আরবাআহসঃ জামে ৪৫৫০ নং)

Post a Comment

0 Comments