Subscribe Us

হে পথিক ভবিষ্যৎ বলে কিছু নাই ,আসোল ভবিষ্যৎ হলো পরোকাল

✔প্রশ্নঃ থুথু বা গয়ের গিললে কি রোযার ক্ষতি হয়?

২১১ প্রশ্নঃ থুথু বা গয়ের গিললে কি রোযার ক্ষতি হয়?
উত্তরঃ থুথু অ গয়ের থেকে বাঁচা দুঃসাধ্য। কারণতা মুখে বা গলার গোঁড়ায় জমা হয়ে নিচে এমনটিতেই চলে যায়। অতএব এতে রোযা নষ্ট হবে না এবং বরাবর থুথু ফেলারও দরকার হবে না।
অবশ্য যে কফগয়ের খাঁকার বা শ্লেষ্মা বেশী মোটা এবং যা কখনো মানুষের বুকে (শ্বাসযন্ত্র) থেকেআবার কখনো মাথা (পৈসজটে)থেকে বের হয়ে আসেতা গলা ঝেড়ে বের করে বাইরে ফেলা অয়াজেব এবং তা গিলে ফেল বৈধ নয়। যেহেতু তা ঘৃণিতসম্ভবতঃ তাতে শরীর থেকে বেরিয়ে আসা কোন রোগজীবাণুও থাকতে পারে। সুতরাং তা গিলে ফেলাতে স্বাস্থ্যের ক্ষতিও হতে পারে। তবে যদি কেউ ফেলতে না পেরে গিলেই ফেলেতাহলে তাতে রোযা নষ্ট হবে না।
পক্ষান্তরে মুখের ভিতরকার স্বাভাবিক লালা গিলতে কোন ক্ষতি নেই। রোযাতেও কোন প্রভাব পড়ে না। 
২৭৯ (মুমতে ৬/৪২৮-৪২৯ফাতাওয়া ইসলামিয়্যাহ ২/১২৫ফাতাওয়াস সওম ৩৮ পৃঃ)

Post a Comment

0 Comments