▌"মাদখালী" কি সালাফীদের মধ্যে নতুন একটি ফিরকার নাম? শায়খ তাওসিফ উর রহমান


▌"মাদখালী" কি সালাফীদের মধ্যে নতুন একটি ফিরকার নাম? . ❛❛আজকের যুগে যে বা যারা সালাফদের মানহাজ তথা কর্মনীতির কথা বলে, আর বাতিল মানহাজ যেমন, ইখওয়ানী মানহাজ, খারিজী-তাকফীরী মানহাজ-এর রদ করে, তখন তাকে (বিদ্রুপ করে) "মাদখালী" বলা হয়। আমরা যখন গভীরভাবে লক্ষ্য করি, তখন এটা জানা যায় যে, মাদখালী" মূলত একটি গোত্রের নাম। এ-যুগের অনেক বড়ো (কিবার) একজন আলিম ফাদ্বীলাতুস শাইখ রাবী বিন হাদী আল মাদখালী (হাফিযাহুল্লাহ), যিনি আল্লাহর দয়া ও অনুগ্রহে বিশুদ্ধ মানহাজ যা মুলত সালাফ আস-সালেহীনদের মানহাজ --- তা মানুষের সামনে উপস্থাপন করেছেন, আর বাতিল মানহাজ যেমন ইখওয়ানী মানহাজ, তাকফীরী মানহাজ --- এধরণের বাতিল মানহাজের লিখিতরুপে রদ করেছেন। 'রাবী' হচ্ছে উনার নাম, উনার বাবার নাম 'হাদী' আর গোত্রের নাম হচ্ছে 'মাদখালী।' আরবে এমন অনেক গোত্র পাওয়া যায়। এখন ইনাদের সাথে নিসবত বা সম্পর্কযুক্ত করে (মাদখালী) বলা, যে-কিনা ক্বুর'আন ও সুন্নাহর সমঝ নেয়ার ক্ষেত্রে হক্ব (সত্য) মানহাজ উপস্থাপন করে আর বাতিল মানহাজ এর রদ করে --- এমন কাউকে "মাদখালী" বলা সরাসরি তার উপর ইলযাম বা অভিযোগ দায়ের করা (বিনা প্রমাণে), আর এটা তার উপর তোহমত বা অপবাদও বটে। . 'মাদখালী' কি? এটা কোন ফিরকাহ্? কিছু লোক বলে থাকে, সালাফীদের মাঝে এক নতুন ফিরকাহ্ এসেছে আর তার নাম "মাদখালী" -- নাঊযুবিল্লাহি মিন যালিক। এসব ভুল কথাবার্তা, 'মাদখালী' একটি গোত্রের নাম যার সাথে (এটা) সম্পর্কযুক্ত। এটা (মাদখালী) কোন নতুন ফিরকাহ্ নয়। আল্লাহর দয়া ও অনুগ্রহে ফাদ্বীলাতুস শাইখ ড. রাবী বিন হাদী আল-মাদখালী (হাফিযাহুল্লাহ) যখন থেকে সালাফী চিন্তাধারায় দা'ওয়াতী কাজ করেন আর কিতাবাদী লিখা শুরু করেন, তখন থেকেই আহলে বাতিল তথা ইখওয়ানী, খারিজী ইত্যাদি মানহাজ-এর লোকেরা বেশ ক্ষতিগ্রস্ত হয়। এখন তারা (বিরুদ্ধবাদীরা) কি করছে -- সরাসরি মানুষের ব্যক্তিত্বের উপর আক্রমণ করা শুরু করেছে। পরক্ষণে মানুষজনকে উনার (শাইখ রাবীর) গোত্রের দিকে সম্পর্কযুক্ত করে বলছে, এরা 'মাদখালী।' আর এভাবেই সোশ্যাল নেটওয়ার্কে এটার প্রচার করা হচ্ছে ! এটা গর্হিত কাজ, আল্লাহ্কে ভয় করা উচিত। মাদখালী কোন ফিরকাহ্ নয়, আর না মাদখালী কোন জাম'আত। বরং একজন আলিমের সাথে একটি গোত্র (মাদখালী) সম্পর্কযুক্ত রয়েছে, আর উনি (যার সাথে সম্পর্কযুক্ত) একজন সালাফী আলিম। উলামায়ে-কেরাম উনার প্রশংসা করেছেন, এমনকি শাইখ আল-আলবানী (রাহিমাহুল্লাহ্) পর্যন্ত (করেছেন)। উনি একজন ভালো আলিম, যিনি সালাফদের মানহাজের উপর কিতাব লিখেছেন, আর আল্লাহর দিকে দা'ওয়াত দেয়ার কাজ করছেন। এটা (মাদখালী বলে ট্যাগ দেয়া) সালাফীদের নামে বদনাম করার একটা অপকৌশল মাত্র।❞ . --- শাইখ ইয়াসির আল-যাবেরী (হাফিযাহুল্লাহ)। . গৃহীত: . https://youtu.be/w88S1HmfejE . --- অনুবাদক: আখতার বিন আমীর।

Post a Comment

0 Comments