৫০) কাঁচা পিঁয়াজ, রসুন ইত্যাদি খেয়ে মসজিদে যাওয়া।

৫০) কাঁচা পিঁয়াজ, রসুন ইত্যাদি খেয়ে মসজিদে যাওয়া

🔵উমার থেকে বর্ণিত, রাসূল(সাঃ) নিষেধ করেছেন যে ব্যক্তি এ বৃক্ষ(পিয়াজ-রসুন) থেকে কোন কিছু খাবে সে যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয়।অবশ্য রান্নার মাধ্যমে পিঁয়াজ-রসুনের দুর্গন্ধ দূর হয়ে গেলে কোন অসুবিধা নেই। অনুরূপভাবে ধুমপান করে(মুখে দুর্গন্ধ নিয়ে) মসজিদে আসাও নাজায়েয।

[বুখারী, তাওঃ ৫৪৫১, ইফাঃ ৪৯৪৪মুসলিম, হাঃ একাঃ ১১৩৯,৫৬৪, মুসলিমঃ ইফাঃ ১১৩২,ইসেঃ ১১৪১] আবূ দাউদঃ ৩৮২৫) আত্ তারগীব ওয়াত্ তারহীবঃ ৩৩২,৩৩৩ ]

🔵কাঁচা পিঁয়াজ, রসুন, লীক পাতা নামাযের আগে খাওয়া উচিৎ নয়। খেতে বাধ্য হলে এবং মুখ এর গন্ধ দূরীভূত না করতে পারলে জামাআতে শামিল হওয়া বৈধ নয়। তবে একাকী ও জামা আতে নামায পড়লে নামায শুদ্ধ হয়ে যায়। অনুরূপ বিড়ি সিগারেট খাওয়ার ফলে মুখ বা লেবাসে দুর্গন্ধ সৃষ্টি হয়। তা খাওয়া হারাম এবং তাঁর দুর্গন্ধ নিয়ে মসজিদে বা জামাআতে আসাও অবৈধ। একই ভাবে যাঁদের গায়ে কোন প্রকারের দুর্গন্ধ আছে, তাদের জন্য জামাআতে উপস্থিত হওয়া মাকরূহ। সকলের জন্য জরুরী, সকল প্রকার দুর্গন্ধমুক্ত হয়ে জামাআতে উপস্থিত হওয়া।

[ আবদুল হামীদ ফাইযীঃ ১৫৯, (বুখারী ও মুসলিম), ১৬০ (ইবনে বায) ]

____________________________________________________________________________________________________________

*দুৰ্গন্ধযুক্ত শিকড় সমৃদ্ধ একপ্রকার গাছ, যা রসুন সদৃশ, তন্মধ্যে কোনটি ঔষধী এক বছর থাকে, আবার কোনটি কয়েক বছর বেঁচে থাকে, নাতিশীতোষ্ণ অঞ্চলে এরূপ গাছ চাষ করা হয় এবং তা ভেজে পাকিয়ে খাওয়া হয়, প্রসাবের স্বচ্ছতার জন্য উপাদেয়।

Post a Comment

0 Comments