৪৯) দেয়াল, স্তম্ভ প্রভৃতিতে হেলান দিয়ে সালাত আদায় করাঃ
🔵মহামান্য শায়খ আবদুল আযীয বিন বায(রহঃ)কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন, ফরয ছালাত আদায় করার সময় দেয়াল,
স্তম্ভ প্রভৃতিতে হেলান দিয়ে
ছালাত আদায় করা জায়েয নয়। কেননা ফরয ছালাতে ওয়াজিব হচ্ছে সামর্থবান ব্যক্তি সোজা
হয়ে দাঁড়িয়ে ছালাত আদায় করবে। নফল ছালাতের ক্ষেত্রে এরূপ করতে অসুবিধা নেই। কেননা
নফল ছালাত বসে আদায় করা বৈধ। সুতরাং বসে আদায় করার চাইতে দাঁড়িয়ে হেলান দিয়ে আদায়
করা উত্তম।
0 Comments