🔵ইমামের সাথে সাথে তাকবীর, রুকু, সিজদা,সালাম ইত্যাদি করা

৩১) ইমামের সাথে সাথে তাকবীর, রুকু, সিজদা,সালাম ইত্যাদি করা

🔵সুন্নাত হলো, ইমাম সাহেব আল্লাহু আকবার' বলার পর মুক্তাদী আল্লাহু আকবার' বলবে। অনুরূপভাবেরাব্বানা লাকাল হামদ' বলা, রুকু ও সিজদা করা এবং সালাম ফিরাবে ইমাম সাহেবের পর। অর্থাৎ, ইমামের সাথে সাথে নয়। [বুখারী: ৬৮৮, ইফা, ৬৫৪, আধুনিকঃ ৬৪৭]

 

🔵 ইমাম যতক্ষণ পর্যন্ত নামাজের কোনো রুকুনে সঠিক পন্থায় স্থাপিত না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুক্তাদী সেই রুকুনে সঠিক পন্থায় স্থাপিত হওয়ার কাজ শুরু করবে না।

 

সুতরাং ইমাম যতক্ষণ পর্যন্ত নামাজের সিজদায় সঠিক পন্থায় স্থাপিত হয়ে তার কপাল মাটির উপরে না রাখবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুক্তাদী সিজদায় সঠিক পন্থায় স্থাপিত হওয়ার জন্য তার পিঠ হেলাবে না অথবা ঝোঁকাবে না। ইমামের সাথে সাথে কোনো মুক্তাদী নামাজের কোনো রুকুনের কাজ আরম্ভ করবে না। তাই ইমামের আওয়াজ যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো মুক্তাদী কোনো নামাজের কোনো রুকুনের কোনো কাজ আরম্ভ করবে না। অতএব নামাজের মধ্যে মুক্তাদীর যে কোনো কাজ ইমামের যে কোনো কাজের একটু পরে সম্পাদিত হওয়া অপরিহার্য।

 

🔵)যে কোনো নামাজে ইমামের ইহরামের তাকবীরের আওয়াজ সম্পূর্ণ রূপে শেষ না হওয়া পর্যন্ত কোনো মুক্তাদী ইহরামের তাকবীর পাঠ করবে না।

🔵যে কোনো নামাজে ইমামের দুই দিকে: ডান দিকে ও বাম দিকে দুই সালাম ফেরানোর পর মুক্তাদী সালাম ফেরাবে।

প্রমান-[ মুসলিমঃ ৯৪৪,৯৫৫, ৯৪৯,৪৭৪,৯৫০,৯৫১,৯৪৬,৯৫৭ ]

Post a Comment

0 Comments