⭕ঈমান বিষয়ক⭕
●●●হবরত ইবনে
উমর(রা.) বলেন, আল্লাহর
রাসূল(সাঃ) বলেছেন, "ইসলাম পাঁচটি স্তম্ভের উপর স্হাপিত(এগুলো হল) এই সাক্ষ্য
দেওয়া যে, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত আদায়
করা, যাকাত আদায় করা, হজ্জ আদায় করা এবং রমাযানের
ছিয়াম পালন করা।"
-[বুখারীঃ ৭],(৪৫১৪; মুসলিম ১/৫ হাঃ ১৬, আহমাদ ৬০২২, ৬৩০৯) (আধুনিক প্রকাশনীঃ
৭, ইসলামিক
ফাউন্ডেশনঃ ৭)
●●●হযরত আবু
হুরায়রা(রা.) বলেন, আল্লাহর নবী(সাঃ) বলেছেনঃ "ঈমানের শাখা হলো ষাটের কিছু অধিক এবং লজ্জা- শরম ঈমানের
একটি শাখা।" -[বুখারীঃ ৮]
●●●হযরত
আব্দুল্লাহ ইবনে আমর(রা.) বলেন, আল্লাহর নবী(সাঃ) বলেছেনঃ "যার জিহ্বা ও হাত থেকে মুসলমানগণ নিরাপদ থাকে সে-ই মুসলিম।" -[বুখারীঃ ৯]
●●●হযরত আনাস(রা.) বলেন, আল্লাহর নবী(সাঃ) বলেছেনঃ "তোমাদের কেউ ঈমানদার হবে না, যতক্ষণ
পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দের করে তার মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ করে।" -[বুখারীঃ ১২]
●●●হযরত আবু হুরায়রা(রাঃ) বলেন, রাসূল(সাঃ) বলেছেনঃ "যাঁর হাতে আমার জীবন রয়েছে তাঁর শপথ ।
তোমাদের কেউ ঈমানদার
হবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও পুত্রের তুলনায় প্রিয়তর হই। " -[বুখারীঃ ১৩]
●●●হযরত আনাস (রাঃ) বলেন, আল্লাহর
রাসূল(সাঃ) বলেছেনঃ "যার মধ্যে তিনটি গুণ রয়েছে সে ঈমানের স্বাদ অনুভব করবে, (ক)তার কাছে অন্য
সবার তুলনায় আল্লাহ ও রাসূল(সাঃ) প্রিয়তর হয়, (খ) কাউকে
ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসে, (গ) আগুনে ফিরে যাওয়াকে
যেমন অপ্রিয় জানে, কুফরিতে ফিরে যাওয়াকে তেমন অপ্রিয় মনে করে।" -[বুখারীঃ ১৫]
●●●হযরত আবু
হুরায়রা(রা.) বলেন, আল্লাহর নবী(সা.) বলেছেনঃ "মুনাফিকের আলামত তিনটি-(ক) কথা বললে
মিথ্যা বলে, (খ)ওয়াদা করলে তা ভঙ্গ করে, (গ)আর তার কাছে
আমানত রাখা হলে তা খিয়ানত করে।"-[বুখারীঃ ৩২]
●●●আবু হুরায়রা(রাঃ) থেকে বর্ণিত।
রাসূল(সাঃ) বলেনঃ "ঈমানের ষাটের অধিক শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তমটি হল 'লা ইলাহা
ইল্লাল্লাহ' এবং সর্বনিম্নটি হল 'রাস্তা থেকে কষ্টদায়ক
বস্তুসরিয়ে দেওয়া' লজ্জাও ঈমানের অন্যতম একটি শাখা।" -[রিয়াদুস স্বা-লিহীন :: বই ২:: হাদীস নং ৬৮৩]
⭕আল্লাহ্ তা‘আলার বাণীঃ ‘‘কোন পুণ্য নেই পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ
ফেরানোতে; কিন্তু পুণ্য আছে কেউ ঈমান আনলে আল্লাহর উপর, আখিরাতের উপর, ফেরেশতাদের উপর, সকল কিতাবের উপর, আর সকল নবী-রাসূলদের উপর, এবং অর্থ দান করলে আল্লাহ প্রেমে আত্মীয়-স্বজন, ইয়াতিম, মিসকীন, মুসাফির, সাহায্যপ্রার্থী এবং দাস মুক্তির জন্য, সালাত কায়িম করলে, যাকাত দিলে, কৃত প্রতিশ্রুতি পূর্ণ করলে আর অভাবে, রোগে-শোকে ও যুদ্ধ বিভ্রাটে ধৈর্যধারণ করলে। এরাই হল
প্রকৃত সত্যপরায়ণ, আর এরাই মুত্তাকী’’-(আল-বাক্বারাহ ২/১৭৭)। ‘‘অবশ্যই সফলতা লাভ করেছে মুমিনগণ’’-[সূরাহ্ মুমিনূন ২৩/১]
⭕৯. আবূ হুরাইরাহ(রাঃ) হতে বর্ণিত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের ষাটেরও অধিক শাখা আছে।
আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। (মুসলিম ১/১২ হাঃ ৩৫, আহমাদ ৯৩৭২) (আধুনিক প্রকাশনীঃ ৮, ইসলামিক ফাউন্ডেশনঃ ৮)
‘আবদুল্লাহ্
ইবনু ‘আমর(রাঃ) হতে বর্ণিত।
জনৈক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস
করল, ইসলামের কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য
খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দিবে। (২৮, ৬২৩৬; মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫) (আধুনিক প্রকাশনীঃ
১১, ইসলামিক ফাউন্ডেশনঃ ১১)
⭕আনাস(রাযি.) হতে বর্ণিত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ প্রকৃত মু‘মিন হতে
পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের
জন্য পছন্দ করে। (মুসলিম ১/১৭ হাঃ ৪৫, আহমাদ ১২৮০১, ১৩৮৭৫) (আধুনিক প্রকাশনীঃ ১২, ইসলামিক ফাউন্ডেশনঃ ১২)
⭕আবূ হুরাইরাহ(রাযি.) হতে বর্ণিত।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সেই আল্লাহর শপথ, যাঁর হাতে
আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মু‘মিন হতে
পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির চেয়ে অধিক
ভালবাসার পাত্র হই। (আধুনিক প্রকাশনীঃ ১৩, ইসলামিক
ফাউন্ডেশনঃ ১৩)
⭕⭕আনাস (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেনঃ তিনটি গুণ যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারেঃ
১। আল্লাহ্ ও তাঁর রাসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া;
২। কাউকে
একমাত্র আল্লাহর জন্যই ভালবাসা;
৩। কুফরীতে
প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মত অপছন্দ করা।
[(২১, ৬০৪১, ৬৯৪১;
মুসলিম ১/১৫ হাঃ ৪৩, আহমাদ ১২০০২) (আধুনিক
প্রকাশনীঃ ১৫, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৫ হাঃ ৪৩, আহমাদ ১২০০২) (আধুনিক প্রকাশনীঃ ১৫, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৫)
⭕⭕আব্দুল্লাহ ইবনু ‘উমার(রাযি.) হতে বর্ণিত।
একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে অতিক্রম
করছিলেন। তিনি তাঁর ভাইকে তখন (অধিক) লজ্জা
ত্যাগের জন্য নাসীহাত করছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে
বললেনঃ ওকে ছেড়ে দাও। কারণ লজ্জা ঈমানের অঙ্গ।
(৬১১৮; মুসলিম ১/১২ হাঃ ৩৬, আহমাদ ৪৫৫৪) (আধুনিক প্রকাশনীঃ ২৩, ইসলামিক ফাউন্ডেশনঃ ২৩)
0 Comments